বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৭। গ্রেফতারকৃত আসামির নাম মো. জুয়েল ওরফে ধামা জুয়েল।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুয়েল নগরীর চান্দগাঁও থানাধীন কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনুর ছেলে।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জুয়েল চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তিনি ধামা জুয়েল নামে পরিচিত। চান্দগাঁও থানার কসাইপাড়ায় তার বসবাস। তার বাবাও কসাই ছিলেন। কয়েক বছর আগেও তার অন্য ভাই বাদশা রাজুসহ জুয়েল চাপাতি হাতে এলাকায় মাংস বিক্রি করতেন। পরবর্তীতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
নগরীর ভয়ংকর ছিনতাইকারী গ্রুপ ‘হামকা গ্রুপ’ এর প্রধান হামকা রাজু’র ভাই ধামা জুয়েল। পুলিশের শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও তাদের নাম রয়েছে। ধামা জুয়েল নগরীর বহদ্দারহাট এলাকায় একটি ছিনতাইকারী চক্রকে নিয়ন্ত্রণ করাসহ চাঁদাবাজি ও মাদক কারবার করতেন।
সম্প্রতি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সাজা দিয়েছেন। জুয়েলের বিরুদ্ধে চান্দগাঁও ও বোয়ালখালী থানায় হত্যা চেষ্টা, অস্ত্র, মাদক, ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচার আইনসহ মোট ৮টি মামলা রয়েছে বলে জানায় র্যাব।
স/মিফা




















