গাইবান্ধার সুন্দরগঞ্জে অধিক পরিমাণ কৃষি জমি ব্যবহার ও আবাসিক এলাকায় ইটভাটা গড়ে তোলার অভিযোগে দুই ইট ভাটার মালিককে এক লাখ টাকা জমিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম পৃথক দুটি ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ এলাকার এফকেএম ব্রিকসকে আবাসিক এলাকা ও অধিক কৃষিজমি ব্যবহার করার অপরাধে ৫০ হাজার ও একই উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ এলাকার এসআরবি ব্রিকসের ফায়ার লাইসেন্স না থাকার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সবুজ বাংলাকে বলেন, অভিযান চালিয়ে দুই ইটভাটা মালিকের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
স/মিফা

























