যশোর শহরের বেজপাড়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে সোলাইমান হক (৩০) নামে এক যুবককে খুন করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে এ ঘটনাটি ঘটে।
ভগ্নিপতি আলো মিয়া জানান, নিহত সোলাইমান ওই এলাকার আব্দুল হকের ছেলে। নিকট আত্মীয় জসিম উদ্দিনকে রক্ষা করতে গিয়ে তিনি খুন হয়েছেন।
তিনি জানান, পূর্ব শত্রুতার জের ধরে বেজপাড়ার নজরুল শিকদারের ছেলে জসিম শিকদারকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত। তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান সোলাইমান।
এ সময় দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী হাসান সবুজ বাংলাকে জানান, সন্ধ্যা ৬ টা ২৪ মিনিটে সোলাইমানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। একই ঘটনায় আহত জসিমকে ভর্তি করে চিকিৎসার জন্য সার্জারী ওয়ার্ডে পাঠানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) জুয়েল ইমরান সবুজ বাংলাকে জানান, সোলাইমানকে খুনের ঘটনার জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
স/মিফা




















