ফেনীতে ইমপেরিয়াল নিউরো কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের আয়োজিত এসএসসি ২০০০ ব্যচ বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে ফেনীর কেন্দ্রীয় বড় মসজিদ মার্কেটে মিলনমেলায় গল্প,আড্ডা ছাড়াও একটি প্লাটফর্মে আসার প্রত্যয়ব্যক্ত করেন সবাই। মানুষের কল্যাণে কাজ করার মনোভাব পোষন করেন সবাই।
বন্ধুদের উদোগে প্রতিষ্ঠিত ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে অতিথিরা বলেন, ফেনীতে অসংখ্য প্রতিষ্ঠান থাকলেও সেবার মনোভাব কম থাকায় ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সেবারমান বৃদ্ধি করে সাধারণ মানুষের কল্যায়নে কাজ করতে হবে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ সঠিক চিকিৎসা পেলে প্রতিষ্ঠানের সুনাম বাড়বে।
এখানে বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, প্যাথলজীক্যাল পরীক্ষা নিরীক্ষা, ডেন্টাল, চক্ষু, ফিজিওথেরাপি দেয়ার ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে সেনবাগ উপজেলার শিক্ষা অফিসার আলী আজগর, ফেনী সরকারি কলেজ শিক্ষক বিজয় দেব নাথ, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি যতন মজুমদার সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, সময় টিভির ফেনী প্রতিনিধি সজল হাওলাদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আবু জাফর,সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, পৌর যুবলীগ নেতা মোঃ সুমন,সাংবাদিক এমরান পাটোয়ারী, রাজন দেব নাথ,আবদুল্লাহ আল মামুন, ,শাহজালাল ভূঞা,নুরুল্লা কায়সার,ইলিয়াস সুমন,আরিফ আজম,এডভোকেট শিবলু নুরুল আফসার,,জামাল উদ্দিন, আবু সায়েম, সাইফুল ইসলাম রাজু, সাহাব উদ্দিন সুমন,তারেক মজুমদার, মমিনুল হক, হেলান উদ্দিন, মোঃ ,ওমর ফারুক, এড,শহীদ,আবদুর রহিম,জিয়া উদ্দিন, জনি বনিক উপস্থিত ছিলেন।
অতিথিদের স্বাগত জানান ইমপেরিয়াল নিউরো কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মামুন, অর্থ পরিচালক ফখরুল করিম সহকর্মকর্তা ও কর্মচারীরা।
স/মিফা




















