২০১৫ সালে মাত্র সাত বছর বয়সে ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিল মুন্নি চরিত্রের শিশুশিল্পী হর্ষলি মালহোত্রা। সেই ছোট্ট হর্ষলি এখন কিশোরী; ১৬ বছর ছুঁই ছুঁই।
কমলা রঙের শাড়িতে ক্যামেরার স্নিগ্ধ সাজে দেখা গেছে হর্ষলিকে। তিন আগে কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। এতে ৪০ হাজারেও বেশি ‘লাইক’ পড়েছে। একটা ছবিতে দেখা গেছে ভারতের ট্রাজিশন্যাল লুকে হর্ষলি। সাড়ে ৪ লাখেরও বেশি ‘লাইক’ পড়েছে ছবিটিতে। অনেকে লিখেছেন, ‘দারুণ লাগছে।’
‘বজরঙ্গি ভাইজান’ মুক্তির পর পরিচিতি পেয়েছেন হর্ষলি। ইনস্টাগ্রামেও তার অনুসারীর সংখ্যা হু হু করে বেড়েছে। ইনস্টাগ্রামে তার ৩২ লাখের মতো অনুসারী রয়েছে। ‘কবুল হেয়’, ‘লৌত আও তৃষা’ সিরিয়ালগুলোয়ও অভিনয় করেছে হর্ষলি। ২০০৮ সালে ৩ জুন মুম্বাইয়ে জন্ম হয় হর্ষলির। এখন সেভেন স্কয়ার একাডেমিতে পড়াশোনা করছেন। সিনেমায় নাম লেখানোর আগে টুকটাক বিজ্ঞাপনে মডেলিং করেছেন হর্ষলি।
স/মিফা


























