কথা ছিল ২৫ জানুয়ারি ভারত ও বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে হিন্দি সিনেমা ‘ফাইটার’। নিয়ম অনুযায়ী তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনও মিলেছিল। হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি প্রসঙ্গে এমন কথাই সাফ জানিয়েছিলেন এর বাংলাদেশি পরিবেশক অনন্য মামুন।
বৃহস্পতিবার সকাল নাগাদও মামুন স্পষ্ট গলায় বলেছেন, বিকালে ছবিটি দেখবেন সেন্সর বোর্ডের সদস্যরা। এরপর ২৬ জানুয়ারি থেকে দেশজুড়ে চলবে এটি। কিন্তু দেশে ‘ফাইটার’-এর তরি ডুবে গেলো তীরে এসেই! এক সপ্তাহ পরই ফেব্রুয়ারি তথা ভাষার মাস। তাই এই মাসে কোনো হিন্দি ছবি প্রদর্শনে সম্মতি দিচ্ছে না চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। অগত্যা ‘ফাইটার’-এর মুক্তি বাতিল করলেন আমদানিকারক মামুন।
তার ভাষ্য, শুক্রবার মুক্তি দিলে কেবল ৬ দিন পাব। আর এই ক’দিনের জন্য ছবির প্রযোজক মুক্তি দেবেন না। তাই আমরা বাংলাদেশে ‘ফাইটার’ মুক্তি দিচ্ছি না।
হিন্দি ছবি দেশে মুক্তি দিতে গেলে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের অনুমতি লাগে। সেটার জন্যই আবেদন করেন মামুন। কিন্তু সংগঠনের এই জোট শর্ত দেয়, ফেব্রুয়ারির আগে কিংবা পরে ছবিটি মুক্তি দেওয়া যাবে।
স/মিফা


























