গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্প খাত। দাম বাড়িয়ে গ্যাসের সরবরাহ নিরবচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দিয়েছিল পেট্রোবাংলা। কিন্তু সেই কথা রাখেনি তারা। তাই বস্ত্রখাতে উৎপাদন নেমেছে অর্ধেকেরও কমে। এমনটা উল্লেখ করে বছরখানেক আগে বাড়ানো দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
রাজধানীর একটি হোটেলে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারির প্রদর্শনী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
শিল্প খাতের বর্তমান গ্যাস সংকটের চিত্র তুলে ধরে বস্ত্রশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, গ্যাসহীন কারখানার সক্ষমতা ৬০ ভাগ কমে নেমেছে ৪০ শতাংশে। আমাদের সক্ষমতা জানুয়ারি মাসেই ৪০ শতাংশ কমে গেছে।
শিল্পের এমন অচলাবস্থা দেশের রপ্তানি বাজার সংকুচিত করে ফেলছে। অথচ নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েই গত বছরের শুরুতে একলাফে শিল্পে ব্যবহার করতে গ্যাসের দাম বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। যা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিটিএমএ।
এ বিষয়ে বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন বলেন, নিরবচ্ছিন্ন সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গত বছর গ্যাসের মূল্য বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছিল। কিন্তু পেট্রোবাংলা আমাদের সঠিকভাবে গ্যাসের সরবরাহ দিতে ব্যর্থ হয়েছে। কাজেই যতক্ষণ পর্যন্ত নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে না, ততক্ষণ পর্যন্ত আগের মূল্যে ফিরে যাওয়ার দাবি জানাচ্ছি।
তাছাড়া বর্তমান মুদ্রানীতি ব্যবসাবান্ধব নয় দাবি করে অর্থনীতিকে দুর্বল করে ফেলার জন্য ব্যাংক খাতে সুশাসনের অভাবকে দায়ী করে সংগঠনটি। খেলাপি ঋণ আর লুণ্ঠিত অর্থের হিসাব আলাদা করে তা আদায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়। বিটিএমএ সভাপতি বলেন, আজকের দুর্বল অর্থনীতির জন্য দুর্বল ব্যাংকিং ব্যবস্থা ও বাংলাদেশ ব্যাংকের সুশাসনের অভাব দায়ী।
এদিকে উৎপাদন ব্যবস্থার নাজুক অবস্থা তুলে ধরে বলা হয়, এই মুহূর্তে ক্রয়াদেশ বাড়লেও জ্বালানি সংকটের কারণে তা শিল্প মালিকদের পক্ষে সরবরাহ করাও সম্ভব নয়। তাই পরিস্থিতির উন্নয়নে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া চার দিনব্যাপী টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারির প্রদর্শনীতে জ্বালানি সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থা খোঁজা হবে।
স/মিফা

























