বন্দরনগরী চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে চান্দগাঁও থানা এলাকার এক কিলোমিটার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলামুর রহমান প্রকাশ মনা (২৮)। আসামির দেওয়া স্বীকারোক্তি মোতাবেক চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির সবুজ বাংলাকে জানান, এই সংক্রান্তে চান্দগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
স/মিফা





















