১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বইমেলার পর্দা উঠছে আজ

👁 বিকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

👁 জঙ্গি হামলার হুমকি নেই : ডিএমপি কমিশনার

 

লেখক, প্রকাশক ও পাঠকের অপেক্ষার পালা ঘুচিয়ে অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ। ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শীর্ষক প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান: ভলিউম-২ সহ কয়েকটি নতুন বইয়ের গ্রন্থ-উন্মোচন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করবেন।
প্রতিদিন বিকাল ৪ টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বই বিক্রি হবে ২৫% কমিশনে। এবার ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা হবে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন থাকবে। এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত ৮:৩০ এর পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। তবে ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় জঙ্গি হামলার হুমকি নেই: এবার অমর একুশে বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তবে সার্বিক বিষয় মাথায় রেখে জোরালো নিরাপত্তা
ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, প্রবেশমুখে মেটাল ডিটেক্টরের মাধ্যমে জামাকাপড়, ব্যাগ ইত্যাদি তল্লাশি করা হবে। মেলায় সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর থাকবে। এছাড়া অন্তঃবেষ্টনী, বহির্বেষ্টনী, সাইবার পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, ড্রোন পেট্রোলিং ইত্যাদির ব্যবস্থা থাকবে। হারিয়ে যাওয়া দ্রব্য খুঁজে দেওয়ার জন্য ‘লস্ট অ্যান্ড ফাইন্ড’ সেন্টার, ব্লাড ব্যাংক ও মেলায় আগতদের জন্য বিশুদ্ধ খাবার পানি সেন্টার থাকবে। তিনি বলেন, বইমেলার প্রবেশ ও প্রস্থানপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেলা এলাকায় তিন শতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যরাও মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

 

 

 

স/ম

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে আল হাবিব ইন্টা.ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীরা মাঝে বই বিতরণ

বইমেলার পর্দা উঠছে আজ

আপডেট সময় : ০৩:০৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

👁 বিকালে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

👁 জঙ্গি হামলার হুমকি নেই : ডিএমপি কমিশনার

 

লেখক, প্রকাশক ও পাঠকের অপেক্ষার পালা ঘুচিয়ে অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ। ‘পড়ো বই গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’- শীর্ষক প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির সভাপতি সেলিনা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রকাশিত কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান: ভলিউম-২ সহ কয়েকটি নতুন বইয়ের গ্রন্থ-উন্মোচন করবেন এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করবেন।
প্রতিদিন বিকাল ৪ টায় বইমেলার মূল মঞ্চে সেমিনার এবং সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় বই বিক্রি হবে ২৫% কমিশনে। এবার ৬৩৫টি প্রতিষ্ঠানকে ৯৩৭টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান মিলে ১১ লাখ বর্গফুট জায়গায় মেলা হবে। মেলায় ৩৭টি (একাডেমি প্রাঙ্গণে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি) প্যাভিলিয়ন থাকবে। এবারের বইমেলা অধিবর্ষের বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে রাত ৮:৩০ এর পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। তবে ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত। আর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বইমেলায় জঙ্গি হামলার হুমকি নেই: এবার অমর একুশে বইমেলায় জঙ্গি হামলার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান। তবে সার্বিক বিষয় মাথায় রেখে জোরালো নিরাপত্তা
ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, প্রবেশমুখে মেটাল ডিটেক্টরের মাধ্যমে জামাকাপড়, ব্যাগ ইত্যাদি তল্লাশি করা হবে। মেলায় সাদা পোশাকে গোয়েন্দা বাহিনী তৎপর থাকবে। এছাড়া অন্তঃবেষ্টনী, বহির্বেষ্টনী, সাইবার পেট্রোলিং, মোবাইল পেট্রোলিং, ড্রোন পেট্রোলিং ইত্যাদির ব্যবস্থা থাকবে। হারিয়ে যাওয়া দ্রব্য খুঁজে দেওয়ার জন্য ‘লস্ট অ্যান্ড ফাইন্ড’ সেন্টার, ব্লাড ব্যাংক ও মেলায় আগতদের জন্য বিশুদ্ধ খাবার পানি সেন্টার থাকবে। তিনি বলেন, বইমেলার প্রবেশ ও প্রস্থানপথে পর্যাপ্ত সংখ্যক আর্চওয়ের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেলা এলাকায় তিন শতাধিক ক্লোজড সার্কিট ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাব ও আনসার সদস্যরাও মেলার সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

 

 

 

স/ম