১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডিজে আভিলা হলেন ইলানের গানে মডেল

নতুন গান নিয়ে এলেন কন্ঠশিল্পী ইয়ামিন ইলান। সম্প্রতি তিনি ‘চলছি নিয়মে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। ব্যান্ড বিজয়রথের বাইরে এটি তার প্রথম সোলো। সুলতানা নুরজাহান রোজির কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস।

এতে মডেল হয়েছেন দক্ষিণ এশিয়ার বিখ্যাত ডিজে আভিলা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইয়ামিন ইলান তার ব্যক্তিগত ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

নটি প্রসঙ্গে ইয়ামিন ইলান বলেন, অল্প সময়ে গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি। পুরো গানটিতে সুন্দর একটি গল্প আছে। আমার গানের সংখ্যা বেশি না। তবে বরাবরই ভালো কথা ও সুরের গান করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি ভালো গানের স্রোত সব সময়ই ছিল, আছে এবং থাকবে।

 

 

 

স/ম

জনপ্রিয় সংবাদ

ডিজে আভিলা হলেন ইলানের গানে মডেল

আপডেট সময় : ০৩:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪

নতুন গান নিয়ে এলেন কন্ঠশিল্পী ইয়ামিন ইলান। সম্প্রতি তিনি ‘চলছি নিয়মে’ শিরোনামে গানের মিউজিক ভিডিও প্রকাশ করেন। ব্যান্ড বিজয়রথের বাইরে এটি তার প্রথম সোলো। সুলতানা নুরজাহান রোজির কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজিব দাস।

এতে মডেল হয়েছেন দক্ষিণ এশিয়ার বিখ্যাত ডিজে আভিলা। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শিল্পী নিজেই। ইয়ামিন ইলান তার ব্যক্তিগত ভেরিফাইড ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হয়েছে।

নটি প্রসঙ্গে ইয়ামিন ইলান বলেন, অল্প সময়ে গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি। পুরো গানটিতে সুন্দর একটি গল্প আছে। আমার গানের সংখ্যা বেশি না। তবে বরাবরই ভালো কথা ও সুরের গান করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি ভালো গানের স্রোত সব সময়ই ছিল, আছে এবং থাকবে।

 

 

 

স/ম