চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম খিতাপচর গ্রামে চোলাই মদসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আনোয়ার ছফা প্রকাশ তোতা মিয়া (৫৫)। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম খিতাপচর গ্রামের রেল লাইনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তোতা মিয়া উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম খিতাপচর গ্রামের নুর নবীর ছেলে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন এই প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পশ্চিম খিতাপচর রেল লাইনের ওপর মদ বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিক ব্যাগে থাকা ১০ লিটার মদ জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম
চোলাই মদ বিক্রেতা গ্রেফতার
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- । অনলাইন সংস্করন
- 105
জনপ্রিয় সংবাদ




















