০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সংসদ অধিবেশন বসছে আজ

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন বা মূলতবি অধিবেশন বসছে আজ রোববার। বিকেল চারটায় এই অধিবেশন বসবে। নতুন সংসদের প্রথম অধিবেশন গত মঙ্গলবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয়। এদিন ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রথমে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে টানা চতুর্থবারের মতো সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই সংসদের স্পিকার নির্বাচন করা হয়। এরপর সকল সংসদ সদস্যের সম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। সংসদের এই অধিবেশনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ করতে দেখা যায়। শুধু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের আসনের সিটগুলো ছাড়া পুরো সংসদ ছিল কানায় কানায় পূর্ণ।
গত ১৫ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকারে। এবারের সংসদে এ পর্যন্ত ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া গত দুই সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, ৬২ আসনে।

নতুন সংসদের সদস্যরা গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী এ সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষ হয়েছে। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হয়। দেশের সংসদীয় ইতিহাসে সবচেয়ে ছোট বিরোধীদল নিয়ে এবারের সংসদ যাত্রা শুরু করেছে, যার সংখ্যা ১১টি। স্পিকার নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের অধিবেশন আজ ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল পর্যন্ত মুলতবি করেন।

জনপ্রিয় সংবাদ

উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডাকাতি মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

সংসদ অধিবেশন বসছে আজ

আপডেট সময় : ০৮:০০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন বা মূলতবি অধিবেশন বসছে আজ রোববার। বিকেল চারটায় এই অধিবেশন বসবে। নতুন সংসদের প্রথম অধিবেশন গত মঙ্গলবার বিকেল ৩টায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে শুরু হয়। এদিন ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর প্রথমে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে টানা চতুর্থবারের মতো সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই সংসদের স্পিকার নির্বাচন করা হয়। এরপর সকল সংসদ সদস্যের সম্মতিক্রমে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।

প্রথম অধিবেশন সংসদ থেকে সরাসরি দেখার জন্য বিদেশি কূটনীতিকসহ বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। সংসদের এই অধিবেশনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণ করতে দেখা যায়। শুধু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের আসনের সিটগুলো ছাড়া পুরো সংসদ ছিল কানায় কানায় পূর্ণ।
গত ১৫ জানুয়ারি এই অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ এবার টানা চতুর্থ মেয়াদে সরকারে। এবারের সংসদে এ পর্যন্ত ভোট হওয়া ২৯৯ আসনের মধ্যে ২২৩টিতে জয় পায় আওয়ামী লীগ। এছাড়া গত দুই সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি ১১টি, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদের মধ্যে জাসদ একটি ও ওয়ার্কার্স পার্টি একটি এবং কল্যাণ পার্টি একটি আসনে জয় পায়। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, ৬২ আসনে।

নতুন সংসদের সদস্যরা গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে দায়িত্ব পালনের শপথ নেন। ২০১৯ সালে ৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। আইন অনুযায়ী এ সংসদের মেয়াদ ২৯ জানুয়ারি শেষ হয়েছে। একাদশের মেয়াদ শেষ হওয়ার পরদিনই দ্বাদশ সংসদের মেয়াদ শুরু হয়। দেশের সংসদীয় ইতিহাসে সবচেয়ে ছোট বিরোধীদল নিয়ে এবারের সংসদ যাত্রা শুরু করেছে, যার সংখ্যা ১১টি। স্পিকার নির্বাচিত হবার পর বৈঠক মুলতবি করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদের অধিবেশন আজ ৪ ফেব্রুয়ারি রোববার বিকেল পর্যন্ত মুলতবি করেন।