ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী এলাকায় গ্রীণ অরণ্য পার্ক নামে একটি বিনোদন কেন্দ্রে দর্শনার্থীর ওপর হামলার অভিযোগে করা মামলায় বুধবার
সকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, রবিবার পাশর্^বর্তী গাজীপুরের শ্রীপুর উপজেলার শাহজাহান মিয়া নামে এক ব্যক্তি তার পরিবার নিয়ে হবিরবাড়ীর ওই বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। পরে সেখানে ওই দর্শনার্থীর ওপর হামলা, লুটপাট, গাড়ি ভাঙচুর ও তার পরিবারসহ তাকে অবরোধ করে রাখার অভিযোগ এনে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এর প্রেক্ষিতে বুধবার সকালে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- হাসান চৌধুরী (৩৮), আতিয়ার রহমান (৩৮) ও আবু নাঈম (৩০)।
ওসি শাহ কামাল আকন্দ জানান, মামলা রুজু হওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে
অভিযান অব্যাহত রয়েছে।




















