০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

সহযোগীর আত্বীয়র সাথে অপরজনের বিরোধ এতে সহযোগীর কথায় তার আত্বীয়র শত্রুকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন খসরু গাজী। পরে পরিকল্পনা অনুযায়ী আত্মীয়র সাথে বিরোধে জড়ানো সামিউল হকের দোকানে ইয়াবা রেখে ডিবি পুলিশকে খরব দেন তিনি। পুলিশ গিয়ে ইয়াবাসহ সামিউল কে আটক করে। পরে সামিউল হককে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি ডিবি পুলিশের সন্দেহ হলে তথ্য দাতা খসরু গাজিকে রাতেই বকশীগঞ্জ পৌর এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে নিজের ষড়যন্ত্রের পরিকল্পনার কথা স্বীকার করেন খসরু গাজী।

এ ঘটনা জামালপুরের বকশিগঞ্জ উপজেলায়।গ্রেপ্তারকৃত খসরু গাজী (২৭) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চা কান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বকশিগঞ্জ থানায় মামলা দিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

জামালপুর ডিবি-২ এর ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চা কান্দি গ্রামের খসরু গাজীর সহযোগীর আত্মীয়ের সঙ্গে মুরারপাড়া এলাকার সামিউল হকের মসলার মিলের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে বিরোধ তৈরি হয়। এরই জেরে খসরু গাজী ও তার বন্ধু প্রতিপক্ষ সামিউল হককে মাদক দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। বৃহস্পতিবার বিকেলে একটি নীল প্যাকেটে ৩৯ টি ইয়াবা ট্যাবলেট সামিউল হকের সূর্য নগর নঈম মিয়ার বাজারের মসলার মিলের ভিতর গোপনে রেখে ডিবি পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে জামালপুর ডিবি-২ এর সদস্যরা ঐ স্থান থেকে ইয়াবা উদ্ধার করে সামিউল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে বিষয়টি ডিবি পুলিশের সন্দেহ হলে তথ্য দাতা খসরু গাজিকে রাতেই বকশীগঞ্জ পৌর এলাকা থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে খসরু গাজী ষড়যন্ত্রের কথা স্বীকার করে ডিবি পুলিশকে জানায়, তার সহযোগীর আত্মীয়ের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষ সামিউল হককে ফাঁসানোর পরিকল্পনা করেছিলো।

ডিবি-২ ওসি সোহেল রানা বলেন, যতটুকু জানি সামিউল হক হাজী মানুষ এবং স্বনামধন্য ব্যবসায়ী। তিনি  মাদকের সঙ্গে জড়িত না। যাঁরা মাদকের তথ্য দিয়েছেন তাঁরাই দোকানে মাদক রেখে সামিউল হককে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত খসরু গাজির বিরুদ্ধে শুক্রবার বকশীগঞ্জ থানায় মাদক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

মাদক দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেই

আপডেট সময় : ০৮:৩১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪

সহযোগীর আত্বীয়র সাথে অপরজনের বিরোধ এতে সহযোগীর কথায় তার আত্বীয়র শত্রুকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন খসরু গাজী। পরে পরিকল্পনা অনুযায়ী আত্মীয়র সাথে বিরোধে জড়ানো সামিউল হকের দোকানে ইয়াবা রেখে ডিবি পুলিশকে খরব দেন তিনি। পুলিশ গিয়ে ইয়াবাসহ সামিউল কে আটক করে। পরে সামিউল হককে জিজ্ঞাসাবাদের পর বিষয়টি ডিবি পুলিশের সন্দেহ হলে তথ্য দাতা খসরু গাজিকে রাতেই বকশীগঞ্জ পৌর এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে নিজের ষড়যন্ত্রের পরিকল্পনার কথা স্বীকার করেন খসরু গাজী।

এ ঘটনা জামালপুরের বকশিগঞ্জ উপজেলায়।গ্রেপ্তারকৃত খসরু গাজী (২৭) উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চা কান্দি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বকশিগঞ্জ থানায় মামলা দিয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেপ্তারকৃতরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

জামালপুর ডিবি-২ এর ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের আর্চা কান্দি গ্রামের খসরু গাজীর সহযোগীর আত্মীয়ের সঙ্গে মুরারপাড়া এলাকার সামিউল হকের মসলার মিলের সামনে মোটর সাইকেল রাখা নিয়ে বিরোধ তৈরি হয়। এরই জেরে খসরু গাজী ও তার বন্ধু প্রতিপক্ষ সামিউল হককে মাদক দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করে। বৃহস্পতিবার বিকেলে একটি নীল প্যাকেটে ৩৯ টি ইয়াবা ট্যাবলেট সামিউল হকের সূর্য নগর নঈম মিয়ার বাজারের মসলার মিলের ভিতর গোপনে রেখে ডিবি পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে জামালপুর ডিবি-২ এর সদস্যরা ঐ স্থান থেকে ইয়াবা উদ্ধার করে সামিউল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে বিষয়টি ডিবি পুলিশের সন্দেহ হলে তথ্য দাতা খসরু গাজিকে রাতেই বকশীগঞ্জ পৌর এলাকা থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে খসরু গাজী ষড়যন্ত্রের কথা স্বীকার করে ডিবি পুলিশকে জানায়, তার সহযোগীর আত্মীয়ের সাথে বিরোধের জেরে প্রতিপক্ষ সামিউল হককে ফাঁসানোর পরিকল্পনা করেছিলো।

ডিবি-২ ওসি সোহেল রানা বলেন, যতটুকু জানি সামিউল হক হাজী মানুষ এবং স্বনামধন্য ব্যবসায়ী। তিনি  মাদকের সঙ্গে জড়িত না। যাঁরা মাদকের তথ্য দিয়েছেন তাঁরাই দোকানে মাদক রেখে সামিউল হককে ফাঁসানোর চেষ্টা করেছিল। এ ঘটনায় জড়িত খসরু গাজির বিরুদ্ধে শুক্রবার বকশীগঞ্জ থানায় মাদক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।