লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এলাকা হয়ে ভারতের অনুপ্রবেশ করার আগেই শিশু নারী সহ চার রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের তিনবিঘা করিডোর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তারা আটককৃতদের পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি সদস্যরা। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন একজন শিশু, দুই জন নারী ও একজন পুরুষ।তারা হলেন- আব্দুল্লাহ (২৪), আব্দুল্লাহ এর স্ত্রী মোছা. শরিফা (২০), তার ছোট মেয়ে রিনাস বিবি (২) ও আমেনা (১৫)
পুলিশ জানায়, পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের করিডোর পাড়া মৌজাস্থ করিডোর পোস্ট সীমান্ত পিলার নং- ডিএএমপি- ৭/৩০এস হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনক ঘুরাফেরার সময় তাদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিতনহয়।এ অবস্থায় নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান মোল্লা ক্যাম্প কমান্ডারের সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ৪ জন রোহিঙ্গাকে আটক করে পাটগ্রাম থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন,আমাদের হেফাজতে রাখা হয়েছে।আটক রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে ফিরত পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


























