০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে ডাকা‌তি প্রস্তু‌তিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পু‌লিশ। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)।

গতকাল শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর প‌শ্চিম মাদারবা‌ড়ি এলাকা থেকে ১টি দেশি অস্ত্র, ৪টি ছু‌রি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পু‌লিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান  নামের একজন নিজেকে ডাকাত দলের সদস্য স্বীকার করে বলেন, কয়েক‌দিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চু‌রি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চা‌লিয়ে ডবলমু‌রিং থানাধীন বারেক বি‌ল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খা‌লি জায়গার ঝোপের ভিতরে মা‌টির নিচে লুকানো অবস্থায় ৫১ ভ‌রি ১২ আনা ৩ র‌ত্তি স্বর্ণ উদ্ধার করেন পু‌লিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফেরদৌস জাহান এই প্রতিবেদককে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

চট্টগ্রামে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৭:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪

বন্দরনগরী চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে ডাকা‌তি প্রস্তু‌তিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পু‌লিশ। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান (২৬), মো. শরীফ (২০), মেহেদী হাসান রুবেল (২৩), মো. সাইদুল ইসলাম রিগ্যান (২২), মো. হান্নান হোসেন (২৩) এবং মো. রিয়াদ হোসেন (১৯)।

গতকাল শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) নগরীর প‌শ্চিম মাদারবা‌ড়ি এলাকা থেকে ১টি দেশি অস্ত্র, ৪টি ছু‌রি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চসহ তাদের গ্রেপ্তার করা হয়।
পু‌লিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান  নামের একজন নিজেকে ডাকাত দলের সদস্য স্বীকার করে বলেন, কয়েক‌দিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চু‌রি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চা‌লিয়ে ডবলমু‌রিং থানাধীন বারেক বি‌ল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খা‌লি জায়গার ঝোপের ভিতরে মা‌টির নিচে লুকানো অবস্থায় ৫১ ভ‌রি ১২ আনা ৩ র‌ত্তি স্বর্ণ উদ্ধার করেন পু‌লিশ।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফেরদৌস জাহান এই প্রতিবেদককে জানান, ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে। তাদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।