গাজীপুরের শ্রীপুরে কক্ষ প্রত্যবেক্ষকগণের সাথে কেন্দ্র সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় এসএসসি পরীক্ষা কেন্দ্র শ্রীপুর-২ হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হাজী ছোট কলিম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবদুল হান্নান সজল,টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিএম জহিরুল ইসলাম,মাওনা চৌরাস্তা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রৌওশন হাসান রুবেল, আলহাজ্ব মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম তালুকদার সহ প্রমুখ।
এসএসসি পরীক্ষা কেন্দ্র শ্রীপুর-২ কেন্দ্র সচিব আবদুল হান্নান সজল বলেন, এস এস সি পরীক্ষা-২০২৪ খ্রী সুষ্ঠু ও সুন্দর ভাবে গ্রহণ করার লক্ষ্যে কক্ষ প্রত্যবেক্ষকগণের মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় ১২ মাধ্যমিক স্কুলের প্রায় ১৭০ জন সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
স/মিফা





















