০৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কথাসাহিত্যিক সাব্বির জাদিদের ‘আজাদির সন্তান’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও কথাসাহিত্যিক সাব্বির জদিদের নতুন বই আজাদির সন্তান। শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। মেলায় ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে  ৫৮০ টাকা মাত্র।

কথাসাহিত্যিক সাব্বির জাদিদ নিপুণ শব্দশৈলীতে ফুটিয়ে তুলেছেন কাশ্মীরকে। কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনাচার—গল্পের ভাঁজে ভাঁজে উঠে এসেছে এসবও, বস্তুনিষ্ঠভাবে। আদনান ফাইয়াজ ও মারিয়ামের গল্প কেবল গল্পই নয়—এ শত-সহস্র তরুণ-তরুণীর মর্মন্তুদ সত্যের দলিল। স্বপ্ন ভঙ্গের মর্সিয়া।

উপন্যাসের পরতে পরতে উঠে এসেছে কাশ্মীরের শত বছরের ইতিহাস। আজাদির পথে কাশ্মীরের ভূমিপুত্রদের কোরবানির অনন্য এক উপাখ্যান। বঞ্চনার দীর্ঘশ্বাস, রাজনৈতিক বিরোধ, জনগণের চাওয়া ও চিন্তার পার্থক্য; গাদ্দারদের ষড়যন্ত্র ও লোভের টাটকা বয়ান।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ভূমির দেশ এই কাশ্মীর। কাশ্মীরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুনিয়ার স্বর্গরাজ্য। এমন অতুলনীয় সৌন্দর্যই হয়ে উঠল কালের শত্রু। এই সুন্দরকে দখলে নিতেই শত বছরের শকুনীয় থাবায় বিপর্যস্ত এই দেশ, সাথে রয়েছে মুসলিম-প্রধান জনপদ হবার গৌরব ও কঠিন পরীক্ষা। দুটোকেই সযত্নে করে ধারণ করে যাচ্ছে- আজাদির সন্তানেরা।

সাব্বির জাদিদ এ সময়ে আলোচিত লেখকদের একজন । ইতিমধ্যে তার লেখা- পিতামহ, গোত্রহীনের ইতিকথা, ভাঙনের দিন, প্রজ্ঞায় যাঁর উজালা জগৎ’সহ বেশ কয়েকটি বই। দৃশ্যকল্পের চিত্রায়ণ ও বর্ণনার অনন্য ভঙ্গিমায় বেশ আকর্ষণীয়। সাবলীল গদ্যে পাঠকের মন কেড়েছে দারুণভাবে।

কাশ্মীর নিয়ে এদেশের মানুষের ভিন্নরকম আবেগ ও আগ্রহ রয়েছে। কাশ্মীরের স্বাধীনতার সংগ্রাম শুধু তাদের একার লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের আত্মার ঐক্যও। আজাদির সন্তান সেই ঐক্যতানকে আরেকটু গর্বিত ও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১০ জন প্রার্থী

কথাসাহিত্যিক সাব্বির জাদিদের ‘আজাদির সন্তান’

আপডেট সময় : ০৬:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক ও কথাসাহিত্যিক সাব্বির জদিদের নতুন বই আজাদির সন্তান। শিল্পী ধ্রুব এষের প্রচ্ছদে বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। মেলায় ঐতিহ্যের ২৫ নম্বর প্যাভিলিয়নে পাওয়া যাবে। দাম রাখা হয়েছে  ৫৮০ টাকা মাত্র।

কথাসাহিত্যিক সাব্বির জাদিদ নিপুণ শব্দশৈলীতে ফুটিয়ে তুলেছেন কাশ্মীরকে। কাশ্মীরের সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনাচার—গল্পের ভাঁজে ভাঁজে উঠে এসেছে এসবও, বস্তুনিষ্ঠভাবে। আদনান ফাইয়াজ ও মারিয়ামের গল্প কেবল গল্পই নয়—এ শত-সহস্র তরুণ-তরুণীর মর্মন্তুদ সত্যের দলিল। স্বপ্ন ভঙ্গের মর্সিয়া।

উপন্যাসের পরতে পরতে উঠে এসেছে কাশ্মীরের শত বছরের ইতিহাস। আজাদির পথে কাশ্মীরের ভূমিপুত্রদের কোরবানির অনন্য এক উপাখ্যান। বঞ্চনার দীর্ঘশ্বাস, রাজনৈতিক বিরোধ, জনগণের চাওয়া ও চিন্তার পার্থক্য; গাদ্দারদের ষড়যন্ত্র ও লোভের টাটকা বয়ান।

পৃথিবীর সবচেয়ে সুন্দর ভূমির দেশ এই কাশ্মীর। কাশ্মীরের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে দুনিয়ার স্বর্গরাজ্য। এমন অতুলনীয় সৌন্দর্যই হয়ে উঠল কালের শত্রু। এই সুন্দরকে দখলে নিতেই শত বছরের শকুনীয় থাবায় বিপর্যস্ত এই দেশ, সাথে রয়েছে মুসলিম-প্রধান জনপদ হবার গৌরব ও কঠিন পরীক্ষা। দুটোকেই সযত্নে করে ধারণ করে যাচ্ছে- আজাদির সন্তানেরা।

সাব্বির জাদিদ এ সময়ে আলোচিত লেখকদের একজন । ইতিমধ্যে তার লেখা- পিতামহ, গোত্রহীনের ইতিকথা, ভাঙনের দিন, প্রজ্ঞায় যাঁর উজালা জগৎ’সহ বেশ কয়েকটি বই। দৃশ্যকল্পের চিত্রায়ণ ও বর্ণনার অনন্য ভঙ্গিমায় বেশ আকর্ষণীয়। সাবলীল গদ্যে পাঠকের মন কেড়েছে দারুণভাবে।

কাশ্মীর নিয়ে এদেশের মানুষের ভিন্নরকম আবেগ ও আগ্রহ রয়েছে। কাশ্মীরের স্বাধীনতার সংগ্রাম শুধু তাদের একার লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে আমাদের আত্মার ঐক্যও। আজাদির সন্তান সেই ঐক্যতানকে আরেকটু গর্বিত ও সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ।

 

 

স/মিফা