কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি) পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী স্বরসতী পুজা।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) মুক্তমঞ্চে সকাল ৬.৩০ মিনিটে প্রতিমা আনয়ন ও স্থাপনের মাধ্যমে পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়।
বিদ্যা দেবী স্বরসতীর বাণী বন্ধনা, পুষ্পাঞ্জলি প্রদানে মাধ্যমে ৮.৩০ মিনিটের দিকে প্রার্থনা পর্ব শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান সনাতন ধর্মালম্বীরা। জ্ঞান অর্জনের লক্ষে স্বরসতী পুজা উদযাপন করা হয়। দেবীর উদ্যেশে বিভিন্ন ফলমূল, পুষ্প, বই, মিষ্টি প্রদান করে। ধনুচী নৃত্য, প্রসাদ বিতরণ সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পুজার আনুষ্ঠানিক পর্ব শেষ হয়।
এই বিষয়ে পুজা উদযাপন পরিষদের সভাপতি ধ্রুব বিশ্বাস বলেন,আমরা পুজা উদযাপন পরিষদ প্রতিবছর বিদ্যার দেবী স্বরসতীর চরণে পুষ্প অর্পণ করে থাকি। এরই ধারাবাহিকতায় এবারও আমরা স্বরসতীপুজার আয়োজন করেছি। আমরা আনন্দঘন পরিবেশে পুজা উদযাপন করছি।অসাম্প্রদায়িক বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে পুজা উদযাপন করতে পারছি এইটাই আনন্দের, তিনি আরো বলেন মন্দিরের অভাবে আমাদের প্রতিবছরই মুক্তমঞ্চে পুজা করতে হচ্ছে।
পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা ড. বিশ্বজিৎ দেব সবুজ বাংলাকে বলেন,প্রতি বছর আমরা বিশ্ববিদ্যালয় পরিবার শ্রী শ্রী স্বরসতী পুজা উদযাপন করি। বিদ্যার দেবী স্বরসতীর কাছে প্রার্থনা করি যেনো শিক্ষার আলোয় আলোকিত হয় আমাদের সমাজ। স্বরসতী হলো সাদা শ্বেত যা সত্যের প্রতিক। এই সত্য সবার মাঝে ছড়িয়ে পরলে আর কোন অশান্তি থাকবে না।
এই বিষয়ে রসায়ন বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী পুজা বলেন, পরিবার ছেড়ে ক্যাম্পাসে এইটা আমার প্রথম পুজা উদযাপন। ক্যাম্পাসে সবার সাথে উৎসব উদযাপন করতে পেরে খুব আনন্দবোধ করছি।
স/মিফা

























