প্রায় ৫ বছর পর ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। আইসিসির সর্বশেষ র্যাংকিংয়ে দুইয়ে আছেন সাকিব। তিনে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
২০১৯ সালের ৭ মে ওয়ানডেতে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে আফগানিস্তানের রশিদ খানকে সরিয়ে শীর্ষে বসেছিলেন সাকিব। এরপর প্রায় পাঁচ বছর সেই অবস্থান ধরে রাখেন তিনি। ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি সময় ধরে অলরাউন্ডার র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। কিন্তু ইনজুরির কারণে বিশ্বকাপের পর এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে মাঠে নামেননি বলে তার নামের পাশে কোনো রেটিং পয়েন্ট যোগ হয়নি।
নতুন করে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও নেই সাকিব। তার না থাকার কারণ জানান নির্বাচক আব্দুর রাজ্জাক, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই তার ইনজুরি। ছুটি চাওয়ার ব্যাপারটা হচ্ছে… ইনজুরির কারণে ও সময় নিচ্ছে। ও ভালো ট্রিটমেন্ট করবে সম্ভবত। এখনও আমি জানি না ঘরোয়া ক্রিকেট খেলবে কি না।’ মেডিক্যাল টিম জানিয়েছে, ‘সাকিবের যা চাওয়া আমরা আসলে সেটার সঙ্গে গিয়েছি। এই-ই, আর কিছু না। ’
এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে দারুণ ছন্দে আছেন সাকিব। ব্যাট হাতে ৮ ম্যাচে করেছেন ১৩৪ রান। বল হাতেও পেয়েছেন ১৩ উইকেট। রাজ্জাক এ নিয়ে বলেন, ‘এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা, মেডিকেল টিমই ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে রিপোর্ট যা আসবে তার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবো। তারপরের স্টেপগুলো একেকটা সেক্টরে একেক জিনিস। ’
সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট ৩১০। বিপরীতে নবীর রেটিং পয়েন্ট ৩১৪। গত ৯ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৬ রানের দারুণ এক ইনিংস খেলেন নবী। বল হাতে নেন ১ উইকেট। আর তাতেই র্যাংকিংয়ে সাকিবের চেয়ে এগিয়ে যান নবী। শীর্ষে উঠে একটি রেকর্ডও গড়েছেন তিনি। সবচেয়ে বেশি বয়সে (৩৯ বছর ১ মাস) অলরাউন্ডার হিসেবে প্রথম স্থান দখল করেছেন। এর আগে ২০১৫ সালের জুনে ৩৮ বছর ৮ মাস বয়সে শ্রীলঙ্কার তিলকারাত্নে দিলশান শীর্ষে উঠেছিলেন। তবে টি-২০তে এখনও শীর্ষেই আছেন সাকিব। আর টেস্টে আছেন তিন নম্বরে।
স/মিফা

























