শিহাব শাহীন পরিচালিত ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ। মিনিস্ট্রি অফ লাভ-এর দ্বিতীয় সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। এই সিনেমার বড় অংশের শুট হয়েছে রাজশাহী ও অস্ট্রেলিয়ায়। শুটের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিল অভিনেতা ও কলাকুশলীসহ বড় একটা টিম । সবাই ঠিকঠাক ভিসা পেলেও কিছুটা বিড়ম্বনায় পড়েন তাসনিয়া ফারিণ।
এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘আমরা সবাই ঝামেলা ছাড়াই ভিসা পেলাম। কিন্তু আমাদের শুট পেছাতে হল ফারিণের জন্য। ফেসবুক এবং পাসপোর্টের সাথে নামের মিল ছিল না। এ সমস্যার কারণে প্রথমে রিজেক্ট হয়েছিল তার ভিসা। কিন্তু পরবর্তীতে সেটির সমাধান হয়। ফারিণ অস্ট্রেলিয়া গিয়ে শুট শেষ করেন।’
চরকি অরিজিনাল ফিল্ম ‘কাছের মানুষ দূরে থুইয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। প্রীতম হাসান ও তাসনিয়া ফারিণ ছাড়াও রূপন্তী আকিদ, সমাপ্তি মাশুক, খলিলুর রহমান কাদেরী, শিরিন আলম, শুভজিৎ ভৌমিক, ও শাহীন শাহনেওয়াজ প্রমুখ এতে অভিনয় করেছেন।
স/মিফা


























