০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কাঁঠালিয়ায় তিনদিন ব্যাপি মিলন মেলা সম্পন্ন

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শৌলজালিয়া গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি নফিছুর রহমান হক্কোননুরী (রঃ) দরবার শরীফে ১০৫তম বার্ষিক ওরশ ও আশেকানদের তিনদিন ব্যাপি মিলনমেলা সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) ভোরে বিদায়ী গীতি ও তবারক বিতরণের মাধ্যমে এ মিলন মেলা সম্পন্ন হয়।
তিনদিন ব্যাপি ওরশে কোরআন তেলায়েত, শেজরা শরীফ পাঠ, বাংলা মিলাদ শরীফ ও মোনাজাত, গজল কাওয়ালী, মারফতি, মোর্শেদী ও জ্বলি জেকের অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের পীর আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ জানান, তিদিন ব্যাপি ওরশ ও মিলন মেলায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ এতে অংশ নেন। ওরশকে ঘিরে মাঠে মেলা বসেছিল।

কমিশনার সংকটে বেরোবির প্রথম ব্রাকসু নির্বাচনে অনিশ্চয়তা

কাঁঠালিয়ায় তিনদিন ব্যাপি মিলন মেলা সম্পন্ন

আপডেট সময় : ০৩:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐতিহ্যবাহী শৌলজালিয়া গাউছুল আজম হযরত মাওলানা শাহসুফি নফিছুর রহমান হক্কোননুরী (রঃ) দরবার শরীফে ১০৫তম বার্ষিক ওরশ ও আশেকানদের তিনদিন ব্যাপি মিলনমেলা সম্পন্ন হয়েছে।

আজ রোববার (১৮ ফেব্রুয়ারী) ভোরে বিদায়ী গীতি ও তবারক বিতরণের মাধ্যমে এ মিলন মেলা সম্পন্ন হয়।
তিনদিন ব্যাপি ওরশে কোরআন তেলায়েত, শেজরা শরীফ পাঠ, বাংলা মিলাদ শরীফ ও মোনাজাত, গজল কাওয়ালী, মারফতি, মোর্শেদী ও জ্বলি জেকের অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের পীর আলহাজ্ব মঞ্জিল মোর্শেদ জানান, তিদিন ব্যাপি ওরশ ও মিলন মেলায় দক্ষিণাঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ এতে অংশ নেন। ওরশকে ঘিরে মাঠে মেলা বসেছিল।