মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শত শত দর্শকদের উপস্থিতিতে গ্রাম বাংলার এক সময়ের অতি জনপ্রিয় হাডুডু খেলা আয়োজন করে মরহুম ফজলুল করিম (ভুলু মিয়া) স্মৃতি স্মরণে কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের গোমাতলী লাল মসজিদ সংলগ্ন মাঠে উৎসব মুখর পরিবেশ ২১ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সেভেন স্টার চ্যাম্পিয়ন এবং লিটন এর দল রানার্সআপ হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ভিপি, প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইয়াছিন করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মল্লিকা দীঘির পাড় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান আলী, ডেলটা লাইফ ইন্সুইরেন্স চাটখিল শাখার প্রধান মো. মহসিন,রামনারায়ন পুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড মেম্বার মিজানুর রহমান,৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আরাফাত রাজু, খিলপাড়া ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সেলিম, খিলপাড়া ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মনু, খিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াদ মিজি ও এলাকায় সামাজিক ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগিতা ও খেলা পরিচালনা করেন আনিসুল করিম রানা। খেলা শেষে বিজয়ী ও রানার আপ দলের ট্রপি ও পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

























