০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ব্রাকসু আদায়ে বাধা হলে আন্দোলন হবে তার বিরুদ্ধেই’

দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) কার্যক্রম চালুর দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতিনিধিরা ব্রাকসু ইস্যুতে আলোচনা শেষে উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে প্রশাসনের প্রতি এ দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আগামীকালের মধ্যে ব্রাকসুর কার্যক্রম চালু না হলে পরশু দিন থেকে শিক্ষার্থীরা মাঠে নামবে। ব্রাকসু আদায়ে শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্রাকসু আদায়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে, আন্দোলন হবে তার বিরুদ্ধেই।
একই কর্মসূচিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, প্রশাসন বারবার বলছে শিক্ষকরা সহযোগিতা করছে না। যদি সত্যিই তা হয়, তাহলে এ প্রশাসন চরমভাবে ব্যর্থ। ব্রাকসু না হলে এই ব্যর্থ প্রশাসনের থাকার কোনো অধিকার নেই। আমরা পরশু থেকেই কর্মসূচিতে যাব।
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, “আমি সবসময় ব্রাকসুর পক্ষে। কালই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রয়োজন হলে আমি নিজেই যাব।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে গত ১৩ জানুয়ারি ব্রাকসু নির্বাচন কমিশন ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। শিক্ষার্থীরা মনে করছেন, এ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নির্বাচনী প্রক্রিয়া পুনরায় চালু করা জরুরি।
শু/সবা
জনপ্রিয় সংবাদ

‘ব্রাকসু আদায়ে বাধা হলে আন্দোলন হবে তার বিরুদ্ধেই’

আপডেট সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
দ্রুত সময়ের মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) কার্যক্রম চালুর দাবিতে উপাচার্য ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের প্রতিনিধিরা ব্রাকসু ইস্যুতে আলোচনা শেষে উপাচার্য ভবনের সামনে জড়ো হয়ে প্রশাসনের প্রতি এ দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আগামীকালের মধ্যে ব্রাকসুর কার্যক্রম চালু না হলে পরশু দিন থেকে শিক্ষার্থীরা মাঠে নামবে। ব্রাকসু আদায়ে শিক্ষার্থীরা দৃঢ় প্রতিজ্ঞ। ব্রাকসু আদায়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে, আন্দোলন হবে তার বিরুদ্ধেই।
একই কর্মসূচিতে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর বলেন, প্রশাসন বারবার বলছে শিক্ষকরা সহযোগিতা করছে না। যদি সত্যিই তা হয়, তাহলে এ প্রশাসন চরমভাবে ব্যর্থ। ব্রাকসু না হলে এই ব্যর্থ প্রশাসনের থাকার কোনো অধিকার নেই। আমরা পরশু থেকেই কর্মসূচিতে যাব।
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, “আমি সবসময় ব্রাকসুর পক্ষে। কালই বিষয়টি নিয়ে কথা বলবো। প্রয়োজন হলে আমি নিজেই যাব।”
উল্লেখ্য, জাতীয় নির্বাচনের কারণে গত ১৩ জানুয়ারি ব্রাকসু নির্বাচন কমিশন ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেয়। শিক্ষার্থীরা মনে করছেন, এ স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে নির্বাচনী প্রক্রিয়া পুনরায় চালু করা জরুরি।
শু/সবা