মহান জাতীয় সংসদে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ভর্তিপরীক্ষার ফরম বিক্রির ২৩ কোটি টাকা উপাচার্য ও উপ-উপাচার্য, শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে ভাগাভাগির অভিযোগের ভিত্তিতে চবি শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে ‘চুন্নু সাহেব আপনি কথার কাজী, কিন্তু কাজের কাজী না’! বলে এমন মন্তব্য করেন শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রানা খান।
আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।
মানববন্ধনে সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতিম বড়ুয়া বলেন , আমি সাংসদ চুন্নুকে বলতে চাই আপনি আবার মহান সংসদে দাড়িয়ে চবি ছাত্রলীগের রিরুদ্ধে যে কটু মন্তব্য করলেন তার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনি আপনার বক্তব্য দিয়ে চবিসহ বাংলাদেশ ছাত্রলীগের মান ক্ষুন্ন করলেন। আপনি ক্ষমা না চাইলে আপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রানা খান বলেন, আমরা চবি ছাত্রলীগ সংগঠনটি পরিচালনা করার জন্য টিউশন করে সংগঠন পরিচালনা করি। চুন্নু সাহেব আপনি কথার কাজী, কিন্তু কাজের কাজী না! আমরা চাই আপনি আপনার বক্তব্য অনতিবিলম্বে প্রত্যাহার করে নিবেন। না হলে আমরা চবি শাখা ছাত্রলীগ আপনার বিরুদ্ধে কঠোর আন্দোলনে যাব।
সাবেক যুগ্ম সাধারাণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় জাতির কল্যাণে যে অবদান রেখে গেছে তার অবদান স্বীকার না করে চুন্নু সাহেব আপনি ভারসাম্যহীনভাবে কি করে এক টুকরো ছোট কাগজের উপর ভিত্তি করে ছাত্রলীগকে মিথ্যা অপবাদ দিলেন? আপনি অবাস্তব বক্তব্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করে ভুল বার্তা দিচ্ছেন। আপনি যদি মহান সংসদে দাড়িয়ে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে চবিসহ পুরো বাংলাদেশ ছাত্রলীগ আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে।
সাবেক সহ-সভাপতি শ্রী শিমুল বিশ্বাস বলেন, আপনি যে কথা বললেন আপনার সোর্স সম্পর্কে আমাদের অবগত করবেন। আপনি মানুষকে ভুল বার্তা দিয়ে মানুষকে কখনো বিচলিত করতে পারবেন না। আপনার ভুল শিকার করে মহান সংসদে দাড়িয়ে বক্তব্য প্রত্যাহার করতে হবে।
এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য দিয়েছেন উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক- মাশরুর অনিক, উপ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম শাওন, উপ-গ্রন্থাগার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক -জহিরুল ইসলাম সনি, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক- আবু হেনা রনি, উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক- প্রবাল পাল, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক- আজিজুল হাকিম।
স/মিফা

























