১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুক্রবার থেকে শিশু একাডেমিতে পিঠা উৎসব

আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের অংশ পিঠা। বাঙালির এই ঐতিহ্যতুলে ধরার লক্ষ্যে সপ্তদশ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ।

শুক্রবার (২৩ ফেব্রয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হবে দশদিনের এই উৎসব। বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার।

প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সজল। নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তৃতা করবেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। ৬০টি স্টলে প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বসবেন পিঠাশিল্পীরা।

উৎসবের ঘোষণা দিতে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর বিকাল চারটা থেকে উৎসবমঞ্চে থাকবে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক পরিবেশনা। ৩ মার্চ শেষ হবে দশদিনের এই উৎসব।

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

‘বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন গণঅধিকারের রাশেদ খাঁন’

শুক্রবার থেকে শিশু একাডেমিতে পিঠা উৎসব

আপডেট সময় : ০৬:২৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

আবহমান বাংলার লোকজ ঐতিহ্যের অংশ পিঠা। বাঙালির এই ঐতিহ্যতুলে ধরার লক্ষ্যে সপ্তদশ জাতীয় পিঠা উৎসবের আয়োজন করেছে জাতীয় পিঠা উৎসব উদযাপন পরিষদ।

শুক্রবার (২৩ ফেব্রয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে শুরু হবে দশদিনের এই উৎসব। বিকাল ৫টায় উৎসবের উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার।

প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ, শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক, বাঙালি সাংস্কৃতিক বন্ধনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সজল। নাট্যজন ও বীর মুক্তিযোদ্ধা ম. হামিদের সভাপতিত্বে উদ্বোধনী আনুষ্ঠানিকতায় স্বাগত বক্তৃতা করবেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম। ৬০টি স্টলে প্রায় দুই শতাধিক বৈচিত্র্যময় পিঠার পসরা সাজিয়ে বসবেন পিঠাশিল্পীরা।

উৎসবের ঘোষণা দিতে আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, প্রতিদিন বিকাল ৩টা থেকে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। আর বিকাল চারটা থেকে উৎসবমঞ্চে থাকবে নাচ, গান, আবৃত্তি, নাটকসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক পরিবেশনা। ৩ মার্চ শেষ হবে দশদিনের এই উৎসব।

 

স/মিফা