‘রাজকুমার’, ‘ওমর’ আর ‘পটু’; এই তিনটি ছবির সঙ্গে আসছে ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’। ১৬ ফেব্রুয়ারি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির বিষয়টি নিশ্চিত করেন নির্মাতা মিশুক মনি। অন্যদিকে ছবির অন্যতম অভিনেত্রী শবনম বুবলীর দাবি, অনুদানের ছবি নিয়ে বাজারে যে ট্যাবু প্রচলিত আছে, সেটি ভেঙে দেবে এই ছবি।
হিমাগারের পাটাতনে পড়ে আছে শবনম বুবলীর লাশ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন শরিফুল রাজ। এমন করুণ প্রেক্ষাপট ফুটে উঠেছিল ‘দেয়ালের দেশ’ ছবির ফার্স্ট লুক পোস্টারে। গত বছরের শেষাংশে প্রকাশ করা সেই পোস্টার দারুণ দাগ কাটে সিনেমাপ্রেমীদের হৃদয়ে।
১৬ ফেব্রুয়ারি প্রকাশিত নতুন পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। যাতে দেখা যাচ্ছে, ঠিক সন্ধ্যে নামার মুখে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। যাতে পুরোপুরি নয়, দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। পরনে লাল টকটকে শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইল চেয়ারে বসে আছেন বুবলী। অপর প্রান্তে রাজ। কিছুটা বিবাগী সে। চোখে মুখে হাহাকার স্পষ্ট।
এরইমধ্যে সেন্সরবোর্ড সদস্যদের ভূয়সী প্রশংসা নিয়ে সেন্সরছাড়পত্র পেয়েছে ‘দেয়ালের দেশ’।
স/মিফা


























