১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দাম্পত্য জীবনে ইতি টেনেছেন এষা

এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন ধর্মেন্দ্র-হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল ও তার স্বামী ভরত তখতানি। এষার জীবনের এমন কঠিন সময়ে মেয়ের পক্ষই নিয়েছেন হেমা। বাবা ধর্মেন্দ্রের অবশ্য অন্য মত।

তিনি চান, বিচ্ছেদের সিদ্ধান্ত আরেক বার ভেবে দেখুন এষা-ভরত। বিয়ের পর এষা নিজেই জানিয়েছিলেন, একান্নবর্তী সংসারে একাধিক বিধিনিষেধ ছিল শ্বশুরবাড়িতে। তবে সেসব নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি এষার মা। দেওল পরিবারের ঘনিষ্ঠসূত্রের খবর, ধর্মেন্দ্র চান মেয়ে-জামাই তাদের সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখুক। মেয়ের এই খবরে ভীষণ দুঃখ পেয়েছেন অভিনেতা।

যদিও শোনা যায়, দ্বিতীয় বার কন্যাসন্তানের জন্মের পর থেকেই বাড়তে থাকে তিক্ততা। মেয়েদের সামলে, সংসার সামলে স্বামীকে সে ভাবে সময় দিতে পারতেন না এষা। তাই দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে। আপাতত এষার সঙ্গেই রয়েছে তার দুই মেয়ে।

 

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

দাম্পত্য জীবনে ইতি টেনেছেন এষা

আপডেট সময় : ০৮:৩৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪

এক দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে ইতি টেনেছেন ধর্মেন্দ্র-হেমা মালিনীর বড় মেয়ে এষা দেওল ও তার স্বামী ভরত তখতানি। এষার জীবনের এমন কঠিন সময়ে মেয়ের পক্ষই নিয়েছেন হেমা। বাবা ধর্মেন্দ্রের অবশ্য অন্য মত।

তিনি চান, বিচ্ছেদের সিদ্ধান্ত আরেক বার ভেবে দেখুন এষা-ভরত। বিয়ের পর এষা নিজেই জানিয়েছিলেন, একান্নবর্তী সংসারে একাধিক বিধিনিষেধ ছিল শ্বশুরবাড়িতে। তবে সেসব নিয়ে কোনো দিনই মাথা ঘামাননি এষার মা। দেওল পরিবারের ঘনিষ্ঠসূত্রের খবর, ধর্মেন্দ্র চান মেয়ে-জামাই তাদের সিদ্ধান্ত আরও একবার ভেবে দেখুক। মেয়ের এই খবরে ভীষণ দুঃখ পেয়েছেন অভিনেতা।

যদিও শোনা যায়, দ্বিতীয় বার কন্যাসন্তানের জন্মের পর থেকেই বাড়তে থাকে তিক্ততা। মেয়েদের সামলে, সংসার সামলে স্বামীকে সে ভাবে সময় দিতে পারতেন না এষা। তাই দূরত্ব তৈরি হয় ধীরে ধীরে। আপাতত এষার সঙ্গেই রয়েছে তার দুই মেয়ে।

 

 

 

স/মিফা