১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তৌসিফ-তটিনী’র ‘পরী’

রোমান্টিক ঘরানার গল্পে তৌসিফ যেমন দর্শকদের মুগ্ধ করেছেন, আবার সেই ঘরানা থেকে বেরিয়ে নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে এই প্রজন্মের অভিনেত্রী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তটিনী। তারা দুজন ‘শেষ ঘুম’; ‘ও আমায় ভালোবাসেনি’; ‘শর্টকাট লাভ স্টোরি’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ তারা দু’জন কে এম সোহাগ রানার ‘বিষয়টা ভালোবাসার’ নাটকে অভিনয় করেছিলেন। একমাস আগে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

আবার একই জুটির ‘পরী’ শিরোনামের আরেকটি নাটক গত ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ পায়। এটি নির্মাণ করেছেন রাগিব রায়হান পিয়াল। পরী’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন তৌসিফ-তটিনী। দর্শকের কাছে প্রিয় জুটি হয়েও উঠেছেন তারা দুজন।

তৌসিফ মাহবুব বলেন, তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। সামনে তটিনী অনেক অনেক ভালো করবে, কারণ তার চেষ্টার ত্রুটি নেই। তটিনী বলেন, তৌসিফ ভাই খুব ভালো একজন সযযোগিতাপরায়ণ সহশিল্পী এবং নিঃসন্দেহে তিনি ভালো অভিনেতা।

 

 

স/মিফা

জনপ্রিয় সংবাদ

তৌসিফ-তটিনী’র ‘পরী’

আপডেট সময় : ০৭:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

রোমান্টিক ঘরানার গল্পে তৌসিফ যেমন দর্শকদের মুগ্ধ করেছেন, আবার সেই ঘরানা থেকে বেরিয়ে নিজেকে ভার্সেটাইল অভিনেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন।

অন্যদিকে এই প্রজন্মের অভিনেত্রী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তটিনী। তারা দুজন ‘শেষ ঘুম’; ‘ও আমায় ভালোবাসেনি’; ‘শর্টকাট লাভ স্টোরি’ নাটকে অভিনয় করেছিলেন। সর্বশেষ তারা দু’জন কে এম সোহাগ রানার ‘বিষয়টা ভালোবাসার’ নাটকে অভিনয় করেছিলেন। একমাস আগে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

আবার একই জুটির ‘পরী’ শিরোনামের আরেকটি নাটক গত ১৯ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশ পায়। এটি নির্মাণ করেছেন রাগিব রায়হান পিয়াল। পরী’ নাটকে অভিনয়ের জন্যও প্রশংসিত হচ্ছেন তৌসিফ-তটিনী। দর্শকের কাছে প্রিয় জুটি হয়েও উঠেছেন তারা দুজন।

তৌসিফ মাহবুব বলেন, তটিনী শুরু থেকেই খুব ভালো করছে। সামনে তটিনী অনেক অনেক ভালো করবে, কারণ তার চেষ্টার ত্রুটি নেই। তটিনী বলেন, তৌসিফ ভাই খুব ভালো একজন সযযোগিতাপরায়ণ সহশিল্পী এবং নিঃসন্দেহে তিনি ভালো অভিনেতা।

 

 

স/মিফা