১২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে ববিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘গুনীদের সম্মান না করলে গুনীরা জন্মগ্রহণ করে না। এবং গুনীদের যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আর গুনীরা নিজেদের যে সৎ গুণ সেটা বিকশিত করতে এগিয়ে আসবেন না। আর তাছাড়া মানুষটি যেখানে জীবনানন্দ দাশ, যে মানুষটির নাম সারা বিশ্বের মানুষ জানে, সেই মানুষটিকে কেন আমরা জাতীয়ভাবে স্মরণ করছি না? আমি আজকে দাবি করবো বরিশাল বিশ্ববিদ্যালয় যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই দৃষ্টান্ত অনুসারে,  বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং একই সঙ্গে জাতীয়ভাবে জীবননান্দ দাশের ১২৫ তম জন্মদিনের এই আয়োজনটি নানা মাত্রায় পালিত হোক।’

এছাড়াও আলোচনা সভাটিতে ড. সৌমিত্র শেখর জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা রাখেন।

সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বরিশাল মানেই জীবনানন্দ। জীবননান্দ দাশ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কালের সীমানা, যুগের সীমানা পেরিয়ে আমাদের মাঝে তাঁর সৎ সত্ত্বার বিকাশ ঘটিয়ে যাচ্ছেন। বাংলাদেশে জীবনানন্দ দাশকে নিয়ে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আয়োজন হয়নি, বরিশাল বিশ্ববিদ্যালয় সেই কাজটি করতে পেরেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টার আছে। আমি মনে করি, সামনের দিনগুলিতে এই রিসার্চ সেন্টার থেকে আমরা এমফিল ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি দিতে পারবো, ভালো ভালো গবেষনা এই সেন্টার থেকে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে ববিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘গুনীদের সম্মান না করলে গুনীরা জন্মগ্রহণ করে না। এবং গুনীদের যদি আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আর গুনীরা নিজেদের যে সৎ গুণ সেটা বিকশিত করতে এগিয়ে আসবেন না। আর তাছাড়া মানুষটি যেখানে জীবনানন্দ দাশ, যে মানুষটির নাম সারা বিশ্বের মানুষ জানে, সেই মানুষটিকে কেন আমরা জাতীয়ভাবে স্মরণ করছি না? আমি আজকে দাবি করবো বরিশাল বিশ্ববিদ্যালয় যে দৃষ্টান্ত স্থাপন করেছে এই দৃষ্টান্ত অনুসারে,  বাংলাদেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এবং একই সঙ্গে জাতীয়ভাবে জীবননান্দ দাশের ১২৫ তম জন্মদিনের এই আয়োজনটি নানা মাত্রায় পালিত হোক।’

এছাড়াও আলোচনা সভাটিতে ড. সৌমিত্র শেখর জীবনানন্দ দাশের সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা রাখেন।

সভাপতির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, ‘বরিশাল মানেই জীবনানন্দ। জীবননান্দ দাশ বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি কালের সীমানা, যুগের সীমানা পেরিয়ে আমাদের মাঝে তাঁর সৎ সত্ত্বার বিকাশ ঘটিয়ে যাচ্ছেন। বাংলাদেশে জীবনানন্দ দাশকে নিয়ে আর কোনো বিশ্ববিদ্যালয়ে এমন কোনো আয়োজন হয়নি, বরিশাল বিশ্ববিদ্যালয় সেই কাজটি করতে পেরেছে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে তাঁর নামে একটি রিসার্চ সেন্টার আছে। আমি মনে করি, সামনের দিনগুলিতে এই রিসার্চ সেন্টার থেকে আমরা এমফিল ডিগ্রি ও পিএইচডি ডিগ্রি দিতে পারবো, ভালো ভালো গবেষনা এই সেন্টার থেকে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন মোহাম্মদ তানভীর কায়ছার। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহসিনা হোসাইন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।