০১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইফতারের সমগ্রী যোগাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

পবিত্র মাহে রমজানের রহমতের ৩য় দিন চলছে আজ। রোজার মানুষের সব চাইতে চাহিদা তালিকায় বেশি যে সকল জিনিস গুলো ইফতার করার জন্য বেশি প্রয়োজন খেজুর, বেগুনি, ছোলা,মুড়ি, লেবু, শসা ইফতার করার জন্য বেশি ভাগ মানুষ এই সকল জিনিস গুলোই সাধারণ খেয়ে থাকে।

মুসলিম জাতির জন্য রমজান মাস একটি ফজিলতের মাস। ইফতারিতে মানুষের খেজুর ছাড়া চলেনা। ইসলামে সুন্নত ও প্রধান খাবার খেজুর। প্রতি বছরের মতো রমজান আসলে খেজুর দাম অন্য এগারো মাস থেকে রমজান মাসে তিন গুণ বেশি দিয়ে খেজুর কিনতে হয় সাধারণ মানুষের।

ধর্মপ্রাণ মুসলিম জাতির ইফতারিতে যখন সারাদিন  শেষে যখন পানি খেতে হয়। তখন পানির সাথে লেবু মিশিয়ে শরবত প্রাণ ঠান্ডা করে । কিন্তু সেই লেবু বাজারে আকাশ ছোঁয়া দামে কিনতে হচ্ছে।

রমজান মাসে সকল ভাজাপোড়া জিনিস এর সাথে  ইফতারির যখন ছোলা, মুড়ি সাথে বেগুনী চাহিদা সব চাইতে বেশি প্রয়োজন হয়ে পড়ে। তখন বাজারে বেগুনের এর দাম আকাশ ছোঁয়া বাইরে চলে যায়।তখন সেই বেগুন অন্য সময় থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজান মাসে ইফারতার জন্য প্রয়োজনীয় জিনিস গুলোতে খরচ এর পরিমান দিগুণ হয়ে দাঁড়িয়ে যায়। সাধারণ মানুষকে গুণতে হয় অতিরিক্ত অর্থ। সাধারণ মানুষের একটাই দাবি রমজান মাসে জন্য হলেও,যেনো মানুষের ইফতারির পন্য সমগ্রী  ক্রয় ক্ষমতা বাইরে চলে না যেতে পারে।এটাই সরকারের কাছে দাবি সাধারণ মানুষের।

জনপ্রিয় সংবাদ

ইফতারের সমগ্রী যোগাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

আপডেট সময় : ০৪:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

পবিত্র মাহে রমজানের রহমতের ৩য় দিন চলছে আজ। রোজার মানুষের সব চাইতে চাহিদা তালিকায় বেশি যে সকল জিনিস গুলো ইফতার করার জন্য বেশি প্রয়োজন খেজুর, বেগুনি, ছোলা,মুড়ি, লেবু, শসা ইফতার করার জন্য বেশি ভাগ মানুষ এই সকল জিনিস গুলোই সাধারণ খেয়ে থাকে।

মুসলিম জাতির জন্য রমজান মাস একটি ফজিলতের মাস। ইফতারিতে মানুষের খেজুর ছাড়া চলেনা। ইসলামে সুন্নত ও প্রধান খাবার খেজুর। প্রতি বছরের মতো রমজান আসলে খেজুর দাম অন্য এগারো মাস থেকে রমজান মাসে তিন গুণ বেশি দিয়ে খেজুর কিনতে হয় সাধারণ মানুষের।

ধর্মপ্রাণ মুসলিম জাতির ইফতারিতে যখন সারাদিন  শেষে যখন পানি খেতে হয়। তখন পানির সাথে লেবু মিশিয়ে শরবত প্রাণ ঠান্ডা করে । কিন্তু সেই লেবু বাজারে আকাশ ছোঁয়া দামে কিনতে হচ্ছে।

রমজান মাসে সকল ভাজাপোড়া জিনিস এর সাথে  ইফতারির যখন ছোলা, মুড়ি সাথে বেগুনী চাহিদা সব চাইতে বেশি প্রয়োজন হয়ে পড়ে। তখন বাজারে বেগুনের এর দাম আকাশ ছোঁয়া বাইরে চলে যায়।তখন সেই বেগুন অন্য সময় থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে রমজান মাসে ইফারতার জন্য প্রয়োজনীয় জিনিস গুলোতে খরচ এর পরিমান দিগুণ হয়ে দাঁড়িয়ে যায়। সাধারণ মানুষকে গুণতে হয় অতিরিক্ত অর্থ। সাধারণ মানুষের একটাই দাবি রমজান মাসে জন্য হলেও,যেনো মানুষের ইফতারির পন্য সমগ্রী  ক্রয় ক্ষমতা বাইরে চলে না যেতে পারে।এটাই সরকারের কাছে দাবি সাধারণ মানুষের।