রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় পিকআপ থেকে চাঁদা আদায়ের সময় ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা পুলিশ। এরা হলেন- মো: রানা, মো: শফিক, আক্তার, প্রদীপ ও নুর হোসেন নুরু। এসময় তাদের হেফাজত হতে চাঁদা আদায়ের রশিদ, নগদ ১৪০০ টাকা, ৩টি লাঠি ও ১টি বাঁশি উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে দৈনিক সবুজ বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার কে.এন. রায় নিয়তি।
তিনি বলেন, গত শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদে বংশাল থানা পুলিশের একটি দল বংশাল থানার সুরিটোলা থেকে তাদের গ্রেফতার করেছে।
বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম দৈনিক সবুজ বাংলাকে বলেন, একটি পিকআপের ড্রাইভার বিভিন্ন কাঁচামাল নিয়ে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় বংশাল থানার সুরিটোলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফুট ওভারব্রিজের নিচে আসলে কয়েকজন ব্যক্তি লাঠি উচিয়ে ও বাঁশি বাজিয়ে তার গাড়িটি থামায়।
এরপর একটি ৫০ টাকার রশিদ হাতে ধরিয়ে দিয়ে ৫০০ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা ড্রাইভারকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ৫০০ টাকা চাঁদা আদায় করে। এভাবে আশপাশের অন্যান্য গাড়ি থেকেও চাঁদা নিচ্ছিল। সে সময় ভিকটিমের চিৎকার শুনে পাশে টহলরত বংশাল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের দৌড়ে পালানোর সময় তাদের ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি মাইনুল ইসলাম।























