ঝালকাঠির কাঁঠালিয়ায় দুই কেজি গাঁজাসহ সাব্বির হাওলাদার নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার (১৬ মার্চ) রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পুর্ব ছিটকি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাব্বির হাওলাদার (২২) ওই গ্রামের মো.হারুন হাওলাদারের ছেলে।
এ ঘটনায় থানার এসআই মো.ইমরান হোসেন বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা করেন।
থানার ওসি মো.নাসির উদ্দিন সরকার জানান, মাদকসহ আসামী গ্রেফতারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে কোর্টে চালান করা হয়েছে।
মাদক উদ্ধার অভিযান চলছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি।




















