বাংলা সাহিত্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র সমরেশ মজুমদার এর নামে প্রবর্তিত `সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন বাংলা সাহিত্যের আরেক উজ্জ্বল নক্ষত্র বর্তমানে বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সমরেশ কন্যা দোয়েল মজুমদার।
সমরেশ মজুমদার মেমোরিয়াল ফাউন্ডেশন ও আবিষ্কার-এর যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
পুরস্কার হিসেবে সেলিনা হোসেনকে দেয়া হবে অর্থ সম্মানী, ক্রেস্ট ও সম্মাননা স্মারক।
আগামী কাল সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সেলিনা হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কন্যা দেবলীনা মুখোপাধ্যায়, কথাসাহিত্যিক ত্রিদীব কুমার চট্টোপাধ্যায় এবং আবিষ্কার প্রকাশনীর কর্ণধার দেলোয়ার হাসান ও সিনিয়র সাংবাদিক কুদরাত এ খুদা।
দোয়েল মজুমদার বলেন, বাংলা ভাষার সমৃদ্ধির ক্ষেত্রে দুই বাংলার সাহিত্যাঙ্গনের সবাইকে একত্রে কাজ করতে হবে। তিনি এসময় বক্তৃতাকালে বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করেন।
এর আগে সমরেশ মজুমদার কথাসাহিত্যিক পুরস্কার পেয়েছেন বাংলা সাহিত্যের আরেক উজ্জ্বল নক্ষত্র কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক।
সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ জুন রাজশাহী শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস লক্ষ্মীপুর জেলার হাজিরপাড়া গ্রামে। বাবা এ কে মোশাররফ হোসেনের আদিবাড়ি নোয়াখালী হলেও চাকরিসূত্রে বগুড়া ও পরে রাজশাহী থেকেছেন দীর্ঘকাল। তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ঔপন্যাসিক। তাঁর উপন্যাসে প্রতিফলিত হয়েছে সমকালের সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্ব সংকটের সামগ্রিকতা। বাঙালির অহংকার ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তাঁর লেখায় নতুন মাত্রা যোগ করেছে। তার গল্প উপন্যাস ইংরেজি, রুশ, মালয় এবং কানাড়ি ভাষায় অনূদিত হয়েছে। ২০১৪ সালে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ পান তিনি। বাংলা একাডেমির বর্তমান সভাপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত আছেন সেলিনা হোসেন। তার প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে। তার মোট উপন্যাসের সংখ্যা ৩৫টি, গল্প গ্রন্থ ১৩টি, ২২টি শিশু-কিশোর গ্রন্থ এবং প্রবন্ধের গ্রন্থ ১০টি। এছাড়াও ১৩টি সম্পাদনা গ্রন্থ প্রকাশ করেছেন।
























