গাজীপুরের শ্রীপুরে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন শ্রীপুর থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।রোববার (২৪ মার্চ ) বেলা ১১ টায় শ্রীপুর থানায় ওসির কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ওসি বলেন, দালাল, বাটপার এবং পুলিশের সোর্স পরিচয়ে কোনো ব্যক্তি শ্রীপুর থানায় আমার কাছে আসতে পারবে না।
আমার কোন সোর্স নেই, সোর্স হলেন আপনি। আপনারাই হলেন সমাজের রক্ষক এবং একজন সচেতন নাগরিক। আপনার সামনে যে ঘটনা ঘটবে সেটা বলে দিবেন এবং সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বলবেন। সাংবাদিকদের উদ্দেশে ওসি বলেন,আপনারা সংবাদ প্রকাশের আগে তথ্য সঠিক কিনা তা যাচাই করে তারপর সংবাদ করবেন।


























