ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের ফিরতি লেগে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডিফেন্ডার ঈসা ফয়সালের বদলে খেলবেন শাকিল হোসেন। মিডফিল্ডার মো. সোহেল রানার বদলে আরেক সোহেল রানাকে খেলাচ্ছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। বিকেল সাড়ে ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে খেলা।
বাংলাদেশের শুরুর একাদশ: গোলরক্ষক: মিতুল মারমা।
ডিফেন্ডার: শাকিল হোসেন, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মো. হৃদয়, সোহেল রানা, জামাল ভূঁইয়া (অধিনায়ক), মুজিবর রহমান জনি।
ফরোয়ার্ড: রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম।

























