৪৮ ঘন্টা পরে রুমা ব্যাথেল পাড়া থেকে র্যাব এবং ডিজিএফআই যৌথ অভিযানে বান্দরবানে রুমায় ব্যাংক ডাকাতির ঘটনায় অপহৃত ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিন উদ্ধার হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের অপহৃত ম্যানেজার নিজাম উদ্দিনকে র্যাবের মধ্যস্থতায় উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানাবেন বলে জানায় র্যাব।
গত মঙ্গলবার(২ এপ্রিল) রাত ৯ টার দিকে ঘটে যাওয়া ব্যাংকে ম্যানেজারে দায়িত্বে ছিলেন নিজাম উদ্দিন। ব্যাংকের পাশে মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন তিনি। ওই সময় ব্যাংকে ভল্টের চাবি জন্য চার-পাঁচ জন সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে তাকে মসজিদ থেকে ডেকে নিয়ে আসে ব্যাংকে। পরে ভল্টের চাবি নিয়ে নেয় সন্ত্রাসীরা। ভল্টে থাকা ১ কোটি ৫৯ লাখ টাকা নিতে না পেরে ম্যানাজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।





















