০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীপুরে দিন-দুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি 

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে থাকা নগদ এক  লাখ বিশ হাজার  টাকা ও পাঁচ  ভরি স্বর্ণালঙ্কার,ছয় ভরি রূপা, একটি ল্যাপটব,একটি হাওয়াই নোভা মোবাইল সহ    প্রায় আট লাখ টাকার মালামাল   চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে  পুলিশ। মীর সিরামিকস টাইলস কারখানায়  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আহাদ আলীর ছেলে  সোহেল রানা  জানান,মাওনা উত্তর পাড়া এলাকায়  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে গত  দুই  বছর ধরে  ভাড়া থাকি এবং স্থানীয় একটি টাইলস কারখানায় চাকুরী করে জীবিকা নির্বাহ করিয়া আসছি।গত বুধবার সকালে ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে চলে যায়।তখন থেকে বাসায় আমি একাই অবস্থান করছিলাম। তিনি বলেন, বৃহস্পতিবার পৌনে দুইটায়  ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে অফিসে বি-শিফট ডিউটিতে চলে যাই। বিকেল চার টার দিকে পাশের রুমের ভাড়াটিয়া আমাকে ফোন করে জানায় ঘরের দরজা খোলা। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে দেখি  দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি ওয়ারড্রবের ড্রয়ার সব খোলা এবং কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়াও  আলমারির ভেতরে থাকা ডিজিটাল লকার এবং সিন্দুক ভাঙা। পরে তল্লাশি করে দেখা যায়, লকারে থাকা নগদ এক  লাখ বিশ হাজার  টাকা ও সিন্দুকে থাকা আমার স্ত্রীর পাঁচ  ভরি স্বর্ণালঙ্কার,৬ ভরি রূপা,একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটব নেই।পরে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের বড় ছেলে কনক জানায়,বৃহস্পতিবার বিকেল ৩ টায় তাঁর ফ্ল্যাটের পাঁচতলায় এ ঘটনা ঘটে।দি-দুপুরে বাসায় চুরি। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান  বলেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয় সংবাদ

জেফার–রাফসানের নতুন জীবন শুরু, আবেগঘন মুহূর্তে ভাইরাল বিয়ের ভিডিও

শ্রীপুরে দিন-দুপুরে ফ্ল্যাটের তালা ভেঙে চুরি 

আপডেট সময় : ০৩:৪২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তর পাড়া এলাকায় একটি ফ্ল্যাটের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে থাকা নগদ এক  লাখ বিশ হাজার  টাকা ও পাঁচ  ভরি স্বর্ণালঙ্কার,ছয় ভরি রূপা, একটি ল্যাপটব,একটি হাওয়াই নোভা মোবাইল সহ    প্রায় আট লাখ টাকার মালামাল   চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে  পুলিশ। মীর সিরামিকস টাইলস কারখানায়  ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আহাদ আলীর ছেলে  সোহেল রানা  জানান,মাওনা উত্তর পাড়া এলাকায়  বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে স্ত্রী সন্তান নিয়ে গত  দুই  বছর ধরে  ভাড়া থাকি এবং স্থানীয় একটি টাইলস কারখানায় চাকুরী করে জীবিকা নির্বাহ করিয়া আসছি।গত বুধবার সকালে ঈদ উপলক্ষে স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে চলে যায়।তখন থেকে বাসায় আমি একাই অবস্থান করছিলাম। তিনি বলেন, বৃহস্পতিবার পৌনে দুইটায়  ফ্ল্যাটের দরজায় তালা দিয়ে অফিসে বি-শিফট ডিউটিতে চলে যাই। বিকেল চার টার দিকে পাশের রুমের ভাড়াটিয়া আমাকে ফোন করে জানায় ঘরের দরজা খোলা। অফিস থেকে ছুটি নিয়ে বাসায় ফিরে দেখি  দরজার তালা ভাঙা। ভেতরে ঢুকে দেখি ওয়ারড্রবের ড্রয়ার সব খোলা এবং কাপড়চোপড় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এছাড়াও  আলমারির ভেতরে থাকা ডিজিটাল লকার এবং সিন্দুক ভাঙা। পরে তল্লাশি করে দেখা যায়, লকারে থাকা নগদ এক  লাখ বিশ হাজার  টাকা ও সিন্দুকে থাকা আমার স্ত্রীর পাঁচ  ভরি স্বর্ণালঙ্কার,৬ ভরি রূপা,একটি মোবাইল ফোন ও একটি ল্যাপটব নেই।পরে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের বড় ছেলে কনক জানায়,বৃহস্পতিবার বিকেল ৩ টায় তাঁর ফ্ল্যাটের পাঁচতলায় এ ঘটনা ঘটে।দি-দুপুরে বাসায় চুরি। প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান  বলেন,অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।