মুরগির মাংস রান্না করেছেন স্ত্রী। কিন্তু তা পছন্দ হয়নি স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের। তাই স্ত্রীকে বহুতল ভবনের জানালা দিয়ে ফেলে দেন স্বামী। ঘটনাটি পাকিস্তানের লাহোরের।
ইন্ডিয়া টাইমস জানিয়েছে, গত ৯ মার্চ নোনারিয়ান চকের শালিমার রোডের কাছের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মরিয়মকে (ভুক্তভোগী) জানালা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার মূলহোতা স্বামী মোহাম্মদ জোবাইর ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মরিয়মকে (ভুক্তভোগী) জানালা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে। এরপর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফ এ ঘটনার নিন্দা জানান এবং ঘটনার মূলহোতা স্বামী মোহাম্মদ জোবাইর ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেন।


























