কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রাজারহাট উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৬ এপ্রিল দুপুর দুই ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত বর্ধিত সভা রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দী অডিটোরিয়াম হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডভোকেট রুহুল আমিন দুলাল,আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুড়িগ্রাম জেলা শাখা। বিশেষ অতিথি রেদওয়ানুল হক দুলাল,যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুড়িগ্রাম জেলা শাখা। আনিছুর রহমান খন্দকার চান্দ, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুড়িগ্রাম জেলা শাখা। মমিনুর রহমান মমিন, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কুড়িগ্রাম জেলা শাখা। কুমোদ চন্দ্র সরকার,আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজারহাট উপজেলা শাখা। আশিকুল ইসলাম মন্ডল সাবু, সামিউল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজারহাট উপজেলা শাখা। ছামিউল ইসলাম, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজারহাট উপজেলা শাখা সহ সকল ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
কুমোদ চন্দ্র সরকারের সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় ইউনিয়ন পর্যায়ে ১৫ বিশিষ্ট ভোটার তালিকা জমা ৯ এপ্রিল, প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা ১৬ এপ্রিল ও ২৬ এপ্রিল সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ করেন।





















