পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে অরাজনৈতিক, সেচ্ছাসেবী ও সমাজসেবা মূলক সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের গরুর গোস্ত ও ঈদ উপহার বিতরণ সম্পন্ন।
৬এপ্রিল,২৬রমজান (শনিবার) সকালে উপজেলার খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের দরিদ্র, দিনমজুর ও নিম্মআয়ের ১৫০ পরিবারের মাঝে ১কেজি গরুর গোস্ত,২ প্যাকেট সেমাই,৫০০ গ্রাম চিনি, ১ প্যাকেট নুডুলস, দুধ,কিসমিস, বাদাম বিতরণ আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের সদস্যরা।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফের সার্বিক তত্বাবধায়নে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব বুলবুল আহম্মেদ উপহার সামগ্রী বিতরণের উদ্ভোধন করেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক পারভেজ মোশারফ বলেন, আইডিয়াল সমাজসেবা সমাজসেবা ফাউন্ডেশন সর্বসময় নি:স্বার্থহীন ভাবে, সেচ্ছায় মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে আমাদের ইউনিয়ন দরিদ্র ও নিম্মআয়ের ১৫০ পরিবারের মাঝে গরুর গোস্ত ও ঈদ উপহার সামগ্রী বিতরন করেছি। এর কারন রমজানের মধ্যে অন্তত একটি সেহেরীতেও যাতে এই পরিবারগুলো ভালো খেতে পারে এবং ঈদের দিন যাতে পরিবারকে নিয়ে একটি সুন্দর ঈদ উদযাপন করতে পারে। তিনি এই কার্যক্রমে যারা দেশে এবং প্রবাসে থেকে আর্থিক এবং মানসিক ভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিচালক মেহেদী গাজী, বিট অফিসার এসআই আনোয়ার হোসেন, ইউপি সদস্য আস্সাদুজ্জামান খান কালু, আহসান দর্জি, আব্দুল কাদের সহ এলাকার সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, হাচান আটিয়া, হাচান মাছুম, সাব্বির আটিয়া, ইকবাল গাজী, সাকিব শেখ, জুবায়ের শেখ, নাঈম চৌধুরী, মাহাবুবুর রহমান প্রমুখ










