জামালপুর শহরের দেওয়ানপাড়ায় দৈনিক বণিক বার্তার সাংবাদিক আরিফ আকন্দের ছেলে রাহাত আকন্দ মাহিম (২৩) এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে। আহত মাহিম জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
রবিবার (৭ এপ্রিল) দুপুরে আনুমানিক আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। রাহাত আকন্দ মাহিম ইসলামপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী।
সাংবাদিক আরিফ আকন্দ জানান, রবিবার দুপুর আড়াইটার দিকে বোনের বাসায় যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় মাহিম। বাসা থেকে বের হয়ে সৈয়দ আলী মন্ডল পৌর কমিউনিটি সেন্টার (স্টার কমিউনিটি সেন্টার) এর সামনে মোটরসাইকেল গতিরোধ করে তার উপর লোহার রড ও দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে সুমন, শোভন ও রাজনসহ আরো বেশ কয়েকজন। একপর্যায়ে তারা মাহিমকে পেটাতে পেটাতে তার বাসার সামনে নিয়ে যায়। এসময় তাকে গলা টিপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। পরে মাহিমের পরিবারের লোকজন বাসা থেকে বের হলে তারা পালিয়ে যায় সন্ত্রাসীরা।
সাংবাদিক আরিফ আকন্দ বলেন, ‘বিনা কারনে আমার ছেলের উপর হামলা করেছে সন্ত্রাসীরা। আজকে মধ্যেই আমি থানায় অভিযোগ দিবো। আমি এই সন্ত্রাসীদের বিচারের দাবি জানায়।’
এবিষয়ে প্রেসক্লাব জামালপুরের সভাপতি আজিজুর রহমান ডল বলেন, বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। আমাদের সহযোদ্ধা সাংবাদিকের ছেলেকে গুরুতর আহত করেছে। এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।
ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্তরা।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন-‘এই বিষয়টি শুনেছি। আমি এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।’


























