◉চীনারা নিরাপত্তা শৃঙ্খলা মানতে চায় না
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের হাতে কোনো কর্তৃত্ব নেই দাবি করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশ চালাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বাদশাহ (শাহবাজ) পেছনে বসে আছে আর (স্বরাষ্ট্রমন্ত্রী) মহসিন নাকভি তার বড়লাট হিসেবে কাজ চালাচ্ছেন। এদিকে পাঞ্জাব মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বলেছেন, পাকিস্তানে বসবাসকারী চীনা নাগরিকদের যখন নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বলা হয় তখন তারা বিরক্ত হয়।
গত শনিবার আল-কাদির ট্রাস্ট মামলার শুনানি শেষে আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পাকিস্তানে গত বছর ৯ মে সহিংসতার পর সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের নেতা-কর্মীদের গণগ্রেপ্তার শুরু হয়। সে সময় অনেকেই গ্রেপ্তার এড়াতে দল ছেড়ে যেতে বাধ্য হন।
ইমরান খান জানান, কয়েকজন পিটিআই নেতা এখনো নিজেদের স্বার্থে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। খুব সম্ভবত তাদের উদ্দেশ্য দরকষাকষি করা। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পাকিস্তানের স্বার্থে তিনি যে কারো সঙ্গেই সংলাপ করতে প্রস্তুত। তবে, পিটিআইকে ভেঙে ফেলার উদ্যোগ অব্যাহত রয়েছে। যদি তিনি সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করতে পারেন, তাহলে দেশের এই ক্রান্তিলগ্নে যে কারো সঙ্গেই বৈঠক করতে পারেন। ২০২২ সালের এপ্রিলে পিটিআই সরকারের পতনের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাজওয়া এমন অভিযোগ করেছেন ইমরান খান। পিটিআই দলের ইশতেহার চুরি করা হয়েছে এবং দলটিকে দখল করে নেওয়ার উদ্যোগ চলছে। স্ত্রী বুশরা বিবির মাধ্যমে তার ওপর চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে এবং যারা তার স্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুলছেন, তাদের উদ্দেশ্য পিটিআইকে অসংগঠিত করে তোলা। পাকিস্তান ১৯৭০ এর মতো সংকটের মুখে রয়েছে।
এদিকে অশান্ত খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা প্রকৌশলী নিহত হওয়ার এক সপ্তাহ পর প্রথম নারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম শীর্ষ কমিটির বৈঠকে বক্তব্য দেওয়ার সময় মরিয়ম নওয়াজ বলেন, এখানে বসবাসকারী চীনারা নিরাপত্তা শৃঙ্খলা অনুসরণ করতে চায় না। তাদের নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করতে বলা হলে তারা বিরক্ত হয়। তারা কোনো শৃঙ্খলার মধ্যে আসতে চায় না। কারণ, তারা এটি নিয়ে বিরক্ত।
সন্ত্রাস কঠিন যুদ্ধে রূপ নিয়েছে। সন্ত্রাসীরা ডিজিটালাইজড হয়ে গেছে এবং এই ধরনের প্ল্যাটফর্মে আমাদের তাদের থেকে এগিয়ে থাকা দরকার। এছাড়া সন্ত্রাসীদের কাছে সর্বাধুনিক অস্ত্র ও প্রযুক্তি রয়েছে। তাদের কাছে মার্কিন অস্ত্র রয়েছে, যা তারা আফগানিস্তানে পেয়েছে। আফগানিস্তান থেকে আসা অস্ত্র আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। যুবকদেরও মগজ ধোলাই করা হচ্ছে এবং সন্ত্রাসবাদীদের দ্বারা নিয়োগ করা হচ্ছে। আর সোস্যাল মিডিয়া এই উদ্দেশ্যে ব্যবহার করা অন্যতম প্রধান হাতিয়ার।
শীর্ষ কমিটির ওই বৈঠকে লাহোরের কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আমের রাজা এবং অন্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে রয়টার্স। তবে, মরিয়ম পাঞ্জাব প্রদেশে উন্নয়ন প্রকল্পে কাজ করা চীনা নাগরিকদের পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য তার সরকারের সংকল্প ব্যক্ত করেছেন। বৈঠকে বিশামে চীনা প্রকৌশলী হত্যার নিন্দা জানানো হয়। গত সপ্তাহে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে ইসলামাবাদ এবং একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ সাইটের মধ্যে ভ্রমণ করার সময় আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা প্রকৌশলী এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হন। এছাড়াও শাংলা জেলার বিষম শহরে বাসে হামলা হয়েছে।
অন্যদিকে, দেশের বিভিন্ন প্রকল্পে কাজ করা চীনা নাগরিকদের জন্য নির্ভুল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমস্ত নিরাপত্তা সংস্থাকে নির্দেশ দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, তিনি দেশের সার্বিক নিরাপত্তা, বিশেষ করে চীনা নাগরিকদের নিরাপত্তার বিষয়ে ব্যক্তিগতভাবে বৈঠকগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে যুদ্ধ চলবে।


























