০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক ডিমের দাম ২ লাখ ২৬ হাজার

মসজিদ হলো মুসলমানদের ইবাদতকেন্দ্র। আর তাই মসজিদ নির্মাণকাজে অংশীদার হওয়ার গুরুত্ব অনেক। আর একথা মথায় রেখেই মসজিদ নির্মাণে একটি ডিম দান করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ডিম নিলামে তুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ দাম। মিলল দুই লাখেরও বেশি আর্থিক মূল্য। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে।

 

গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলার পর দুই লাখ রুপিরও বেশি অর্থ উঠেছে। আপেলের শহর বলে পরিচিত সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামের মসজিদ নির্মাণের জন্য সম্প্রতি অনুদান সংগ্রহ শুরু করেন। পরে একজন দরিদ্র ব্যক্তি নির্মিত হতে যাওয়া মসজিদের জন্য একটি ডিম দান করেন। মসজিদ কমিটি অন্যান্য অনুদানের মত ডিমটি গ্রহণ করে এবং পরে এটিকে নিলামে তোলা হয়। দরিদ্র এক ব্যক্তি করা বিনীত এ দান গ্রামবাসীদের কাছে একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মূলত নিলামের সময় ডিমটি অনেক মানুষের হাত ঘুরেছে। প্রতিবার নিলামের পরে এক একজন ক্রেতা আরো অর্থ সংগ্রহ করতে আবারও নিলামের জন্য এটিকে ফেরত দেয়। আর এতেই একে একে ওঠে দুই লাখেরও বেশি রুপি।

 

মসজিদ কমিটির একজন সদস্য বলেন, ডিমটি শেষ পর্যন্ত এক ব্যক্তি ৭০ হাজার রুপিতে কিনেছেন। আর বারবার ডিমের নিলামের মাধ্যমে মোট উত্থাপিত অর্থের পরিমাণ ছিল দুই লাখ ২৬ হাজার রুপি।

 

জনপ্রিয় সংবাদ

সানজিদা তন্বীর বিয়ের খবর জানালেন ফেসবুকে নিজের হৃদয়গ্রাহী পোস্টে

এক ডিমের দাম ২ লাখ ২৬ হাজার

আপডেট সময় : ০৭:১৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

মসজিদ হলো মুসলমানদের ইবাদতকেন্দ্র। আর তাই মসজিদ নির্মাণকাজে অংশীদার হওয়ার গুরুত্ব অনেক। আর একথা মথায় রেখেই মসজিদ নির্মাণে একটি ডিম দান করেছিলেন এক ব্যক্তি। পরে সেই ডিম নিলামে তুলে পাওয়া গেল রেকর্ড পরিমাণ দাম। মিলল দুই লাখেরও বেশি আর্থিক মূল্য। ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে।

 

গত রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মিরের একটি গ্রামে মসজিদ নির্মাণের জন্য এক দরিদ্র ব্যক্তির দান করা একটি ডিম নিলামে তোলার পর দুই লাখ রুপিরও বেশি অর্থ উঠেছে। আপেলের শহর বলে পরিচিত সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামের মসজিদ নির্মাণের জন্য সম্প্রতি অনুদান সংগ্রহ শুরু করেন। পরে একজন দরিদ্র ব্যক্তি নির্মিত হতে যাওয়া মসজিদের জন্য একটি ডিম দান করেন। মসজিদ কমিটি অন্যান্য অনুদানের মত ডিমটি গ্রহণ করে এবং পরে এটিকে নিলামে তোলা হয়। দরিদ্র এক ব্যক্তি করা বিনীত এ দান গ্রামবাসীদের কাছে একটি প্রধান আকর্ষণ হয়ে ওঠে। মূলত নিলামের সময় ডিমটি অনেক মানুষের হাত ঘুরেছে। প্রতিবার নিলামের পরে এক একজন ক্রেতা আরো অর্থ সংগ্রহ করতে আবারও নিলামের জন্য এটিকে ফেরত দেয়। আর এতেই একে একে ওঠে দুই লাখেরও বেশি রুপি।

 

মসজিদ কমিটির একজন সদস্য বলেন, ডিমটি শেষ পর্যন্ত এক ব্যক্তি ৭০ হাজার রুপিতে কিনেছেন। আর বারবার ডিমের নিলামের মাধ্যমে মোট উত্থাপিত অর্থের পরিমাণ ছিল দুই লাখ ২৬ হাজার রুপি।