“প্ রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে সারাদেশের মত গাজীপুরের শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করেন। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল,শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব আনিসুর রহমান, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, স্থানীয় উদ্যোক্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে স্থানীয় কৃষক ও খামারিদের সমন্বয়ে গঠিত ৯টি পিজি গ্রুপকে ৯টি দুধ দোহন মেশিন বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অতিথিবৃন্দ উপজেলার শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খামারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
শিরোনাম
শ্রীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ
-
শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি - আপডেট সময় : ০৫:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- । অনলাইন সংস্করণ
- 147
জনপ্রিয় সংবাদ






















