১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবিতে প্রথমবারের মতো মক ইন্টারভিউ আয়োজন করতে যাচ্ছে পবিপ্রবি বন্ধুসভা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  প্রথমবারের মতো পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সুবাদে শিক্ষার্থীরা পেতে যাচ্ছে মক ইন্টারভিউ সহ ক্যারিয়ার গাইডেন্স এর বিভিন্ন বিষয়ে নিজেকে তৈরি করার সুযোগ।

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সকল ক্ষেত্রে সর্বাত্মক সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন এ আবেদন চলছে ক্যারিয়ার গাইডলাইন্স সেশনের। যেখানে থাকছে গুরুত্বপূর্ণ মক ইন্টারভিউ সেশন। এছাড়াও জব এপ্লিকেশন, সিভি, কর্পোরেট সেক্টর এর নানা তথ্য এবং জব সেক্টর এ কিভাবে নিজেকে সবার থেকে আলাদা করা যায় সে বিষয়ে পরামর্শ। নিজ সত্তাকে নিজের ভবিষ্যত কর্মক্ষেত্রে প্রস্ফুটিত করার মাধ্যম হতে পারে এটি। তাই এই স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নিচের লিংকটির মাধ্যমে-

https://docs.google.com/forms/d/1BuoxGR15wxu-PUXC49MfGR0O8LNFj57dIjOE6jDBedw/

উক্ত লিংক এ ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫০ টাকা। আবেদন এর শেষ সময় ২১ এপ্রিল পর্যন্ত।

জনপ্রিয় সংবাদ

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

পবিপ্রবিতে প্রথমবারের মতো মক ইন্টারভিউ আয়োজন করতে যাচ্ছে পবিপ্রবি বন্ধুসভা

আপডেট সময় : ০৩:২৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  প্রথমবারের মতো পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভার সুবাদে শিক্ষার্থীরা পেতে যাচ্ছে মক ইন্টারভিউ সহ ক্যারিয়ার গাইডেন্স এর বিভিন্ন বিষয়ে নিজেকে তৈরি করার সুযোগ।

পবিপ্রবি প্রথম আলো বন্ধুসভা সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সকল ক্ষেত্রে সর্বাত্মক সুবিধা দেওয়ার চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় ১২ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনলাইন এ আবেদন চলছে ক্যারিয়ার গাইডলাইন্স সেশনের। যেখানে থাকছে গুরুত্বপূর্ণ মক ইন্টারভিউ সেশন। এছাড়াও জব এপ্লিকেশন, সিভি, কর্পোরেট সেক্টর এর নানা তথ্য এবং জব সেক্টর এ কিভাবে নিজেকে সবার থেকে আলাদা করা যায় সে বিষয়ে পরামর্শ। নিজ সত্তাকে নিজের ভবিষ্যত কর্মক্ষেত্রে প্রস্ফুটিত করার মাধ্যম হতে পারে এটি। তাই এই স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নিচের লিংকটির মাধ্যমে-

https://docs.google.com/forms/d/1BuoxGR15wxu-PUXC49MfGR0O8LNFj57dIjOE6jDBedw/

উক্ত লিংক এ ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ৫০ টাকা। আবেদন এর শেষ সময় ২১ এপ্রিল পর্যন্ত।