বান্দরবান থানচি উপজেলার সীমান্ত সড়কে ট্রাক গাড়ীকে লক্ষ্য করে পর পর ৭ রাউন্ড গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৪এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় থানচি উপজেলার সীমান্ত সড়কের ৮কিলো নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক গাড়িতে থাকা এক শ্রমিক জানান, থানচি-বাকলাই সীমান্ত সড়ক নির্মান কাজের জন্য ৪টি ট্রাক তাদের ইট আনলোড করে থানছি সদরে ফেরার পথে ৮ কিলো নামক এলাকায় পৌঁছলে রাস্তার পাশে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা জঙ্গল থেকে ট্রাককে লক্ষ্য করে অতর্কিতভাবে পরপর সাতটি গুলি করে। ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগলেও কোন হতাহত হয়নি।
তিনি আরো বলেন, সন্ত্রাসীরা ৭জন ছিল এবং সন্ত্রাসীদের সবার মাথায় লাল কাপড় বাঁধা ছিল বলে জানান তিনি। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ জসিম উদ্দিন জানান, তিনিও শুনেছেন ৮কিলো নামক এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত ট্রাকে সন্ত্রাসীরা গুলি করেছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।






















