নওগাঁর ধামইরহাটে তীব্র গরমে অতিষ্ঠ সাপ্তাহিক ঐতিহ্য হাট পথচারীদের মাঝে স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে ঐতিহ্য ধামইরহাট উপজেলার টিএন্ডটি বাজারে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর সভাপতি এর নিজ উদ্যোগে কাঠ ফাটা রোদে তৃঞ্চার্থ পথচারীদের মাঝে স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী নেতা অসহায় মানুষের বন্ধু ধামইরহাট উপজেলার কৃতি সন্তান জনাব শিমুল সরকার, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধামইরহাট উপজেলা শাখা প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রলীগ ধামইরহাট পৌর শাখা, সভাপতি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ধামইরহাট উপজেলা শাখা। এ সময় জনাব শিমুল সরকার বলেন সারাদেশের ন্যায় ধামইরহাটেও টানা তাপদাহে অতিষ্ঠ জনজীবন।
এই তাপদাহ থেকে একটু স্বস্তি দিতেই আমার নিজ উদ্যোগে সাপ্তাহিক রবিবার ঐতিহ্য ধামইরহাট হাট পথচারীদের মাঝে তীব্র গরমের কারণে স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করা হয় তিনি আরো বলেন আমি দীর্ঘ দিন ধরেই আমার এলাকার অসহায় মানুষের পক্ষে থেকে সেবা করে যাচ্ছি এবং বিভিন্ন করোনাকালীন সময়ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে ছিলাম এবং ভবিষ্যতে যে কোন দুর্যোগ ও আমার এলাকার অসহায় মানুষের বিপদ-আপদে পাশে থাকবো ইনশাআল্লাহ বলে জানিয়েছেন তিনি।





















