খাগড়াছড়ির ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে খাগড়াছড়ির ৪ উপজেলায় ৩টিতে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের জয়জয়কার।
বুধবার রাত ৮ টার পর থেকে রামগড়, লক্ষ্মীছড়ি, মানিকছড়ি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদ গুলোর কন্ট্রোল রুম থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
মানিকছড়ি
চেয়ারম্যান: মো. জয়নাল আবেদীন আনারস মার্কা- ২২৪৫৮ ভোট পেয়ে বেসরকারী ভাবে জয়ী তার নিকটতম প্রতিদন্ধী মো. রফিকুল ইসলাম দোয়াত কলম মার্কা নিয়ে পেয়েছেন-৬৩৬১ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান: চলাপ্রু মারমা নিলয় মাইক মার্কা নিয়ে ১০২২২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী- মো. সামায়উন ফরাজী টিউবওয়েল মার্কা নিয়ে পেয়েছেন-৯৫২১ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান: নুর জাহান আফরিন লাকী হাঁস প্রতীক নিয়ে ১৭৬৯৭ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী রাহেলা আক্তার ফুটবল মার্কা নিয়ে পেয়েছেন ১১০৬০ ভোট।
মাটিরাঙ্গা
চেয়ারম্যান: আবুল কাশেম কইমাছ মার্কা নিয়ে ১৯২০৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী তার নিকটতম প্রতিদন্ধী- মো. রফিকুল ইসলাম আনারস মার্কা নিয়ে পেয়েছেন ১০৮২১ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান: আলী হোসেন চশমা মার্কায় ১২১৪১ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী মো. জামাল মিয়া তালা মার্কায় পেয়েছেন ১০৩০১ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান: মোছা. আমেনা বেগম ফুটবল মার্কা নিয়ে ১০৩৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী হাঁস মার্কা নিয়ে ১০৯০৭ ভোট।
রামগড়
চেয়ারম্যান: বিশ্বপ্রদীপ কুমার কারবারী আনারস মার্কা নিয়ে ১৩,৮৪৩ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটকম প্রতিদন্ধী- দোয়াত কলম নিয়ে পেয়েছেন ৮৪৪৭ ভোট।
পুরুষ ভাইস চেয়ারম্যান: মোবারক হোসেন বাদশা চশমা মার্কা নিয়ে ১০৯৭১ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত, তার নিকটতম প্রতিদন্ধী আনোয়ার ফারুক টিয়া পাখি মার্কা নিয়ে পেয়েছেন –৪৪১৫ ভোট।
নারী ভাইস চেয়ারম্যান: নাসিমা আহসান নিলা প্রজাপতি মার্কায় ১৬০০ ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী, তার নিকটতম প্রতিদন্ধী- কলস প্রতীক নিয়ে পেয়েছেন –৭৬৬৩ ভোট।





















