দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথ সভা-সমাবেশের মধ্য দিয়ে জমজমাট ভাবে চলছে নির্বাচনী প্রচার কার্যক্রম।
বৃহস্পতিবার দুপুরে মাওনা ১নং ওয়ার্ডে উপজেলার পরিষদ নির্বাচনে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিলের আনারস প্রতীকের পক্ষে কয়েক হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে প্রচারণা চালান এবং ভোট প্রার্থনা করেন শ্রীপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আনিসুর রহমান ও মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন।
এ সময় প্রচারণায় জনতার ঢল নেমে আসে। প্রচারণা শেষে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা ১নং ওয়ার্ডে আনারস প্রতীকে ভোট চেয়ে পথসভায় বক্তব্য দেন মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম খান কাশেম, মাওনা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ নাজিম উদ্দীন ভঁইয়া,মাওনা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক কল্লোল,শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রেজাউল করিম, মাওনা ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম সরকার,মাওনা ১নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি দুলাল সহ প্রমুখ।
এ সময় চেয়ারম্যান প্রার্থী আলহাজ জাহাঙ্গীর আলম খোকন বলেন, আনারস মার্কা পাওয়ার পর থেকে ব্যাপক আকারে গণসংযোগ শুরু করেছি। শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ্ব আবদুল জলিল সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে।
দলমত নির্বীশেষে সবাই কে এক হয়ে আনারস প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান। আগামী ২১ মে বিপুল ভোট পেয়ে আনারস বিজয়ী হবে।






















